Amitabh Bachchan: 'অমিতাভজীর সঙ্গে কেরিয়ারের সেরা মুহূর্ত কাটিয়েছি', আবেগপ্রবণ পরিণীতি
Pariniti on Amitabh Bachchan: অভিনেত্রী বলছেন, 'আমি ভীষণ ভাগ্যবান যে এই বছর আমি অমিতাভজীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। উনি এই বছর আশিতে পা রাখলেন। মাইলস্টোন'
মুম্বই: সদ্য মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)-এর নতুন ছবি 'উঁচাই'-এর (Uunchai) একাধিক পোস্টার। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পরিণীতি চোপড়া (Parineeti Chopra)-কে। আর এই ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করা নিয়ে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন পরিণীতি।
অভিনেত্রী বলছেন, 'আমি ভীষণ ভাগ্যবান যে এই বছর আমি অমিতাভজীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। উনি এই বছর আশিতে পা রাখলেন। মাইলস্টোন। এই বছর উঁচাই ছবিতে ওঁর সঙ্গে কাজ আমার চিরকালের জন্য স্মরণীয় হয়ে থাকবে। উনি প্রতিটা কাজ এত যত্ন সহকারে করেন, এবং প্রত্যেকদিন, প্রত্যেকবার এমনভাবে ক্যামেরার সমানে আসেন যেন এটা ওঁর কেরিয়ারের প্রথম দিন, প্রথম শট। কাজের প্রতি ওঁর যত্ন, নিজেকে সঁপে দেওয়া দেখে শেখবার মতো। ওঁর সঙ্গে কাজ করার শখ আমার দীর্ঘদিনের। আমার সিনেমায় কাজ করার অভিজ্ঞতা অসম্পূর্ণ রয়ে যেত, যদি আমি অমিতজীর সঙ্গে কাজ না করতে পারতাম।'
আরও পড়ুন: Pather Panchali: আবার 'সেরা সত্যজিৎ', সর্বকালের সেরা ভারতীয় ছবি 'পথের পাঁচালি', ঘোষণা FIPRESCI-র
এখানেই শেষ করলেন না পরিণীতি। তিনি আরও বলেন, 'উঁচাই'-এর সেটে আমি অমিতজীর সঙ্গে যতটুকু সময় কাটাতে পেরেছি সেটা আমার কেরিয়ারের অন্য়তম গুরুত্বপূর্ণ মুহূর্ত। ওরঁ কাছ থেকে শেখার, কীভাবে সাফল্যকে ছুঁয়েও মাটিতে পা রাখা যায়।'
View this post on Instagram