Pather Panchali: আবার 'সেরা সত্যজিৎ', সর্বকালের সেরা ভারতীয় ছবি 'পথের পাঁচালি', ঘোষণা FIPRESCI-র
Pather Panchali News: এরপর অপুর জীবনী নিয়ে আরও দুটি ছবি তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। 'অপরাজিত' ও 'অপুর সংসার'।
কলকাতা: বাঙালিয়ানার মুকুটে নতুন পালক। কিংবদন্তি সিনেমাকে সম্মানিত করল ইন্টারন্যাশানাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিক (International Federation of Film Critics)। সত্যজিৎ রায় (Satyajit Roy) নির্মিত 'পথের পাঁচালি' (Pother Panchali) -কে সর্বকালের সেরা ভারতীয় ছবির সম্মান দেওয়া হল।
ইন্টারন্যাশানাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিক-এর তরফে গোপনে একটি নির্বাচন করা হয়েছিল। এই নির্বাচনে অংশ নিয়েছিলেন ৩০ জন। আর সেই নির্বাচন থেকেই বেছে নেওয়া হয়েছে ভারতের সেরা ১০ ঐতিহাসিক ছবিকে। আর এই তালিকায় সবার প্রথমে নাম রয়েছে 'পথের পাঁচালি'-র।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১৯২৯ সালে লেখা উপন্যাস অবলম্বনে পথের পাঁচালি তৈরি করেন সত্যজিৎ রায়। এটিই তাঁর তৈরি করা প্রথম ছবি। ছবিটিতে অভিনয় করেছিলেন সুবীর বন্দ্যোপাধ্যায় (Subir Banerjee), কানু বন্দ্যোপাধ্যায় (Kanu Banerjee), করুণা বন্দ্যোপাধ্যায় (Karuna Banerjee), ঊমা দাশগুপ্ত (Uma Dasgupta), পিনাকী সেনগুপ্ত (Pinaki Sengupta) ও চুনীবালা দেবী (Chunibala Devi)। 'পথের পাঁচালি' ছিল অপু ট্রিলজির প্রথম অংশ। ১৯৫৫ সালে তৈরি হয়েছিল এই ছবি।
এরপর অপুর জীবনী নিয়ে আরও দুটি ছবি তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। 'অপরাজিত' ও 'অপুর সংসার'।
A list of the All Time Ten Best Indian Films, from a poll by FIPRESCI-India (India chapter of the International Federation of Film Critics: FIPRESCI) pic.twitter.com/at4KtvaiGX
— Baradwaj Rangan (@baradwajrangan) October 20, 2022
শুধু তাই নয়, এই তালিকার দ্বিতীয় স্থানও দখল করেছে আরও একটি বাংলা ছবি। 'মেঘে ঢাকা তারা'। ১৯৬০ সালে এই ছবিটি তৈরি করেছিলেন ঋত্বিক ঘটক।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মৃণাল সেন পরিচালিত ‘ভুবন সোম’ ছবিটি। এই সিনেমা প্রকাশিত হয়েছিল ১৯৬৯ সালে। মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন উৎপল দত্ত (Utpal Dutta) ও সুহাসিনী মূলে (Suhasini Mule)।
এছাড়াও তালিকার সপ্তম স্থান দখল করে নিয়েছেন সত্যজিৎ রায় পরিচালিত 'চারুলতা' ছবিটি। এই ছবিতে অভিনয় করেছিলেন মাধবী মুখোপাধ্যায় (Madhobi Mukherjee), সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) ও শৈলেন মুখোপাধ্যায়।