Neel-Trina: থ্রিলার ওয়েব সিরিজে প্রথমবার একসঙ্গে নীল-তৃণা, থাকছেন সৌরভও
Entertainment Web Series: তৃণা বলছেন, 'ক্লিকের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। খুব সংক্ষিপ্ত সময় হলেও বিদেশে শ্যুটিংটা উপভোগ করেছি। আমাদের টিমটা আসলে ভীষণ ভাল ছিল'
![Neel-Trina: থ্রিলার ওয়েব সিরিজে প্রথমবার একসঙ্গে নীল-তৃণা, থাকছেন সৌরভও Naal Bhattacharyya Trina Saha Sourav Das new Web Series Klikk OTT Platform Entertainment News Neel-Trina: থ্রিলার ওয়েব সিরিজে প্রথমবার একসঙ্গে নীল-তৃণা, থাকছেন সৌরভও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/12/26b52b75619ecb540529ba7e1f62a39d171821527234249_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: বড়পর্দার পরে এবার ওয়েব সিরিজে। 'মার্ডার মিস্ট্রি'-নির্ভর নতুন গল্প নিয়ে আসছেন অভিনেতা নীল ভট্টাচার্য্য় (Neel Bhattacharyya) ও তৃণা সাহা (Trina Saha)। শুধু তারাই নয়, নতুন এই ওয়েব সিরিজে থাকছেন অভিনেতা সৌরভ দাস (Sourav Das) ও জয়ী দেব রায়। নতুন এই সিরিজের পরিচালনার দায়িত্বে রয়েছেন অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। সিরিজটি প্রযোজনা করছেন, ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়। সিরিজটির নাম 'মিল্কশেক মার্ডার'।
পরিচালক জানাচ্ছেন, এই ওয়েব সিরিজ জুড়ে এমন একটি খেলার অবতারণা রয়েছে, যেখানে অজান্তেই জড়িয়ে পড়ে সমস্ত চরিত্ররা। একে অপরের সঙ্গে খেলার নিয়মে জেতার লক্ষ্যতেই এগিয়ে চলে সবাই। আর সেখানেই বাঁধে বিপত্তি। একে অপরের বিরুদ্ধে হিংসা, অভিমান, দুঃখ, রাগ, হতাশা এমনসব আবেগে জড়িয়ে পড়েন সমস্ত চরিত্ররা। পরিচালক বলছেন, 'ক্লিকের সঙ্গে কাজ করতে সবসময়েই ভাল লাগে। যথেষ্ট যত্ন নিয়ে, খোলা হাতে কাজটা করা যায়। আর হ্যাঁ, আমার সমস্ত অভিনেতা অভিনেত্রীই ভীষণ সাহায্য করেছেন আমায়। ওঁরা পাশে না থাকলে কাজটা সফল হত না। প্রত্যেকেই নিজেদের সেরাটা দিয়ে কাজ করেছেন। এই গল্পের অনেকটা অংশই তাইল্যান্ডে শ্যুটিং। ফলে অভিনয়ের পাশাপাশি, জায়গায় সৌন্দর্য্যটাই ক্যামেরাবন্দি করেছি যতটা সম্ভব। আশা করি দর্শকদের কাছে এটা ভিস্যুয়াল ট্রিট হবে।'
এই সিরিজে কাজ নিয়ে সৌরভ বলছেন, 'কাটাকুটি এবং পিকাসোর পরে, ক্লিকের সঙ্গে এটা আমার তৃতীয় কাজ। ফিচার ফিল্মের ক্ষেত্রে বিদেশে শ্যুটিং হলেও ওয়েব সিরিজে সেই প্রবণতা খুব একটা দেখা যায় না। এটা ওয়েব সিরিজের ক্ষেত্রে আমার প্রথম বিদেশে গিয়ে শ্যুটিং। গোটা অভিজ্ঞতাটাই দুর্দান্ত। অভিনেতা অভিনেত্রীদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, সেইদিকে খেয়াল রেখেছিল প্রযোজনা সংস্থা। গল্পে, আমার চরিত্রে বেশ কিছু ট্যুইস্ট রয়েছে। আমার এখনও পর্যন্ত করা কাজগুলির মধ্যে এটা অন্যতম পছন্দের হয়ে থাকবে।'
এই ওয়েব সিরিজে কাজ নিয়ে নীল বলছেন, ওয়েব সিরিজে এটিই আমার প্রথম শ্যুটিং করা কাজ। যদিও এর আগে আমার দ্বিতীয় কাজ করা ওয়েব সিরিজটি মুক্তি পাচ্ছে। তবে সেটার শ্যুটিং হয়েছিল পরে। সেই কারণেই এই কাজটা আমার কাছে একটু বিশেষ। তৃণা তো আমার স্ত্রী আর সৌরভ ভীষণ ভাল বন্ধু। সব বন্ধুদের সঙ্গে তাইল্যান্ডে গিয়ে শ্যুটিং করার অভিজ্ঞতা মনে থাকবে। বিশেষ করে মনে দাগ কেটেছে পাটায়া। আশা করি এই সিরিজটার হাত ধরে আমায় নতুনভাবে পাবে মানুষ।'
তৃণা বলছেন, 'ক্লিকের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। খুব সংক্ষিপ্ত সময় হলেও বিদেশে শ্যুটিংটা উপভোগ করেছি। আমাদের টিমটা আসলে ভীষণ ভাল ছিল। নীলের সঙ্গে এই প্রথমবার বিদেশে শ্যুটিং করতে গেলাম আমি। ভীষণ ঝকঝকে আয়োজন আর আমার চরিত্রেও ট্যুইস্ট রয়েছে। ভীষণভাবে অপেক্ষা করছি ছবিটার মুক্তির জন্য।'
সিরিজের অন্যান্য চরিত্রের অভিনয়ে রয়েছেন, অলোক সান্যাল, তপস্যা দাশগুপ্ত, জয়ন্ত মন্ডল, রানা মুখোপাধ্যায়, অগ্নিভ জুন বন্দ্যোপাধ্যায়, অঙ্কিতা রায়, চয়ন দে, সহেলি মন্ডল।
আরও পড়ুন: Tollywood Jamai Sasthi: কোথাও কবজি ডুবিয়ে ভোজ, কারও দিন কাটল অপেক্ষায়.. টলিউডে জামাইষষ্ঠী
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)