এক্সপ্লোর
Tollywood Jamai Sasthi: কোথাও কবজি ডুবিয়ে ভোজ, কারও দিন কাটল অপেক্ষায়.. টলিউডে জামাইষষ্ঠী
Jamai Sasthi 2024: মেনুতে বাসন্তী পোলাও, মাটন, চিংড়ি... হলুদ পোশাকের রংমিলান্তিতে প্রথম জামাইষষ্ঠী সৌরভ-দর্শনার

টলিউডের জামাইষষ্ঠীর ঝলক
1/10

আজ জামাইষষ্ঠী, ব্যস্ততা সামলেও আজকের দিনটা পরিবারের। কারও প্রথমবার জামাইষষ্ঠী পালন হল, কারও আবার দিন কাটল অপেক্ষায়। এক নজরে টলিউডের জামাইষষ্ঠী আর জামাইয়েরা।
2/10

এই বছর প্রথম জামাইষষ্ঠী সৌরভ আর দর্শনার। মা না থাকার শূন্যতা দর্শনাকে বুঝতেই দিলেন না পরিবার। অভিনেত্রীর মামার বাড়িতে, মহা সমারোহে, আদরে পালন সৌরভের প্রথম জামাইষষ্ঠী।
3/10

শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন কাঞ্চন, সারাদিন অপেক্ষাতেই কেটেছে শ্রীময়ীর। দিনের শেষে, রাতে জামাইষষ্ঠীর খাওয়া খেতে বাপের বাড়ির উদ্দেশে রওনা কাঞ্চন-শ্রীময়ীর। তার আগে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন এই ছবি।
4/10

প্রথম জামাইষষ্ঠীতে নেই স্বামী সৌম্য। কাজের সূত্রে গিয়েছেন বিদেশ। কলকাতায় তাই একাই বিশেষ দিনে রইলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন।
5/10

মায়ের অভাব সবসময়েই থাকে, তবুও ঋদ্ধিমা ঘোষের বাবা প্রত্যেক বছর জামাইষষ্ঠীর আয়োজন করেন গৌরবের জন্য। পুত্র ধীর হওয়ার পরে এই বছর প্রথম জামাইষষ্ঠী গৌরব ঋদ্ধিমার।
6/10

হাত পাখা দিয়ে বাতাস করা থেকে শুরু করে থালা ভর্তি জামাইষষ্ঠীর মিষ্টি, আদরে-স্নেহে ঋদ্ধিমার বাড়িতে জামাইষষ্ঠীর দিন গৌরব।
7/10

প্রত্যেক বছরের মতো জামাইষষ্ঠীর মহা সমারোহে আয়োজন দেবলীনার বাড়িতে। শ্বশুর-শাশুড়ির আদরে গৌরব চট্টোপাধ্যায়ের জামাইষষ্ঠী জমজমাট।
8/10

বিয়ের পরে এই প্রথম জামাইষষ্ঠী অনামিকার। ছিমছাম আয়োজনে জামাইষষ্ঠী আয়োজন উদয় প্রতাপের জন্য।
9/10

লাল পোশাকে রংমিলান্তি। আইনি বিয়ের পরে মহা-সমারোহে জামাইষষ্ঠী পালন প্রমিতা-রুদ্রজিতের। হাজির প্রমিতার পরিবারও।
10/10

আইনি বিয়ের পরে এই প্রথম জামাইষষ্ঠী। শ্রুতির নতুন ফ্ল্যাটে ঘরোয়া আয়োজনেই জামাই আদর পরিচালক স্বর্ণেন্দুর।
Published at : 12 Jun 2024 09:46 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
