এক্সপ্লোর
কারণ কি তনুশ্রী? হাউসফুল ৪-এ কাজ করলেও গ্রুপ ফটোয় নেই নানা পাটেকর

মুম্বই: রাজস্থানের জয়শলমীরে চলছে হাউসফুল ৪ ছবির শ্যুটিং। আপাতত একটি গানের শ্যুটিং চলছে। কোরিওগ্রাফার ফারহা খান, চাঙ্কি পান্ডে, কৃতি শ্যানন, পূজা হেগড়ে সহ বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী এখন জয়শলমীরে। রয়েছেন ছবির অন্যতম অভিনেতা নানা পাটেকরও। কিন্তু কলাকুশলীদের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে, দেখা যাচ্ছে, নানা তাতে অনুপস্থিত।
ছবিটি পোস্ট করেছেন নায়িকা কৃতী শ্যানন। অভিনেতা অভিনেত্রীরা সকলে তাতে রয়েছেন। নেই শুধু নানা পাটেকর। নানার বিরুদ্ধে তনুশ্রী দত্ত যে অভিযোগ করেছেন, তাতে বলিউডের বেশ কয়েকজন নামী দামী মুখ সমর্থন করেছেন তাঁকে। সব কিছু জানার পরেও ফারহা খান কীভাবে নানার সঙ্গে কাজ করতে রাজি হয়ে গেলেন তা নিয়ে নাকি প্রশ্ন তুলেছেন তনুশ্রী। সম্ভবত সে কারণেই আপাতত নানার ছবি প্রকাশ করছেন না নির্মাতারা। অথচ ফারহা জয়শলমীরের প্রথম যে ছবিটি পোস্ট করেন, তাতে ছিলেন নানা।
কিন্তু এখন শোনা যাচ্ছে, এই বিতর্ক শুরু হওয়ার পর নানা নিজেও আর সেটে পৌঁছচ্ছেন না। শুধু তাই নয়, নিজেকে নাকি ঘরের মধ্যে বন্ধ রেখেছেন তিনি। তাই পরিচালক সাজিদ খান ছবি থেকে তাঁর দৃশ্য বাদ দিয়েই শ্যুটিং সারছেন আপাতত। পরে তাঁর দৃশ্যগুলির শ্যুটিং হবে। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















