এক্সপ্লোর
Advertisement
‘দঙ্গল’-এ তিনি ‘ভিলেন’! আমিরের ওপর ফুঁসছেন গীতা-ববিতার প্রাক্তন কোচ
মুম্বই: আমির খানের নতুন সিনেমা ‘দঙ্গল’বক্সঅফিসে ব্যাপক সাড়া ফেলেছে। বিভিন্ন মহল ছবির প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু এই সিনেমা ক্ষুব্ধ করেছে প্রাক্তন জাতীয় কুস্তি কোচ পিআর সোন্ধিকে। সিনেমায় তাঁর চরিত্রকে যেভাবে দেখানো হয়েছে তা কোনওমতেই মানতে পারছেন না ৭০ বছরের সোন্ধি।
মহাবীর সিংহ ফোগত ও তাঁর দুই মেয়ে গীতা এবং ববিতা কুমারীর জীবন নিয়ে তৈরি হয়েছে দঙ্গল সিনেমা। সিনেমায় দুই ফোগত বোনের কোচকে প্রায় ভিলেন হিসেবে দেখানো হয়েছে। সিনেমায় এমনটাও দেখানো হয়েছে যে দুই বোনের গুরুত্বপূর্ণ ম্যাচে বাবা মহাবীরের হাজির থাকা আটকাতে তাঁকে একটা রুমে আটকে রাখেন কোচ।
২০১০-এর কমনওয়েলথ গেমসে গীতা ও ববিতাকে প্রশিক্ষণ দিয়েছিলেন সোন্ধি। এই প্রবীণ কোচ বলেছেন, সিনেমা তৈরির ক্ষেত্রে স্বাধীনতা থাকতেই পারে। কিন্তু তা কারুর সুখ্যাতি নষ্ট করার বিনিময়ে হতে পারে না।
যদিও ছবিতে সোন্ধির আসল নাম ব্যবহার করেননি পরিচালক। কিন্তু কুস্তি মহল ও সোন্ধি নিশ্চিত যে, পর্দার প্রমোদ কদম চরিত্রটি তাঁকে অনুকরণ করেই তৈরি। কারণ, ২০১০ কমনওয়েলথ গেমসে জাতীয় কোচ ছিলেন সোন্ধিই।
সোন্ধি বলেছেন, ‘মহাবীরজি (গীতা ও ববিতার বাবা তথা প্রাক্তন কুস্তি কোচ) কে আমি দীর্ঘদিন ধরেই চিনি। তিনি খুবই সজ্জন ব্যক্তি। তাঁর দুই মেয়েকে আমি তিন বছর ধরে প্রশিক্ষণ দিয়েছি। একবারও এতে মহাবীরজী নাক গলানোর চেষ্টা করেননি। দিল্লি কমনওয়েলথ গেমসের সময় ওঁর সঙ্গে আমার সঙ্গে কোনও ঝামেলা হয়নি। ছবিতে যা দেখানো হয়েছে, তার কোনও বাস্তব ভিত্তিই নেই। সিনেমায় আমার চরিত্রকে এ ধরনের টাস্ক মাস্টার হিসেবে দেখানোর কী প্রয়োজন ছিল। ওই সময় আরও চারজন কোচ ছিলেন। কিন্তু সিনেমায় তাঁদের একবারও দেখানো হয়নি।আমিরের মতো অভিনেতার কাছ থেকে এমনটা আশা করিনি’।
সবমিলিয়ে ক্ষোভে ফুঁসছেন সোন্ধি। তিনি বলেছেন, বিষয়টি নিয়ে কুস্তি ফেডারেশনেরও দ্বারস্থ হবেন তিনি। আমিরের সঙ্গে দেখা করেও এর কৈফেয়ত্ চাওয়ার কথাও জানিয়েছেন তিনি।
সোন্ধি জানিয়েছেন, সিনেমার শ্যুটিংয়ের সময় লুধিয়ানায় তাঁর সঙ্গে আমিরের দেখা হয়েছিল। কিন্তু সিনেমায় তাঁর চরিত্রকে কীভাবে দেখানো হবে, সে সম্পর্কে কোনও ধারণা ছিল না সোন্ধির। তিনি বলেছেন, সিনেমার জন্য আমিরকে যে কুস্তির প্রশিক্ষণ দিয়েছিল, সেই কৃপা শঙ্কর বিষ্ণোই তাঁর ছাত্র।
সোন্ধি বলেছিলেন, ‘যখন আমরা সবাই দেখা করেছিলাম, তখন আমির কুস্তি সম্পর্কে কিছু প্রশ্ন করেছিলেন। কিন্তু সিনেমা সম্পর্কে কোনও কথা বলেননি। সিনেমায় কোচের চরিত্র কীভাবে দেখানো হতে চলেছে তা আমিরের আমাকে জানানো উচিত ছিল’।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement