Rashmika Mandanna: 'শ্রীভল্লির চরিত্র আরও মজবুত হোক', অনুরাগীর আবদারের কী জবাব রশ্মিকার?
Pushpa 2: প্রসঙ্গত, সারা বিশ্বে সাড়া ফেলেছিল অল্লু অর্জুন, রশ্মিকা মান্দান্না অভিনীত 'পুষ্পা: দ্য রাইজ়'। সেই ছবির শেষ থেকেই দ্বিতীয় পর্বের শুরু হবে। ছবির শেষেই ইঙ্গিত মিলেছিল।
নয়াদিল্লি: ফের দর্শকদের মন জয় করতে আসছে পুষ্পারাজ (Pushpa)। শ্যুটিং শুরু হয়েছে 'পুষ্পা: দ্য রুল'-এর (Pushpa: The Rule)। দর্শকদের মনোরঞ্জনের জন্য পুরোদমে তৈরি 'শ্রীভল্লি' রশ্মিকা মান্দান্নাও (Rashmika Mandanna)। সম্প্রতি তাঁর চরিত্র নিয়ে খানিক আবদার করেছেন এক অনুরাগী। কী চাইছেন রশ্মিকার ফ্যান? তাঁকে উত্তরে কী বললেন অভিনেত্রী?
ফ্যানের উত্তরে কী বললেন 'শ্রীভল্লি'
সম্প্রতি রশ্মিকার এক অনুরাগী তাঁকে বলেন, 'পুষ্পা ২' ছবিতে তাঁর চরিত্র যেন আরও মজবুত ও প্রভাবশালী হয়। তাঁর কথার উত্তরও দিয়েছেন অভিনেত্রী।
ট্যুইটে 'পুষ্পা ২' ছবির শ্যুটিং শুরুর খবর শেয়ার করে এক অনুরাগী লেখেন, 'পুষ্পা দ্য রুল পূজা। শুধুমাত্র একটাই অনুরোধ শ্রীভল্লি চরিত্রটাকে আরও বেশি মজবুত ও প্রভাবশালী করা হোক। দ্বিতীয় পর্বে ঢালি ধনঞ্জয়েক চরিত্রের চিত্রণের জন্য খুবই উৎসুক হয়ে আছি।'
এই ট্যুইটের জবাব দিয়েছেন রশ্মিকা মান্দান্না। কী লিখলেন? অভিনেত্রী ট্যুইটের উত্তরে লেখেন, 'আমিও তেমনই আশা রাখছি, দেখা যাক কী হয়।'
🥳🤍
— Rashmika Andre Ishta💞 ರಶ್ಮಿಕಾ 💖 (@rashmika_jaaan) August 21, 2022
Pushpa The Rule Pooja 🤗.
Just one request make srivalli character stronger and impactful 🤗🤍
Very curious for Daali Dhananjay characterization in part 2 🥳..@iamRashmika #RashmikaMandanna@Dhananjayaka#PushpaTheRule #Pushpa https://t.co/sEuMYYJgZV
প্রসঙ্গত, সারা বিশ্বে সাড়া ফেলেছিল অল্লু অর্জুন, রশ্মিকা মান্দান্না অভিনীত 'পুষ্পা: দ্য রাইজ়'। সেই ছবির শেষ থেকেই দ্বিতীয় পর্বের শুরু হবে। ছবির শেষেই ইঙ্গিত মিলেছিল। দ্বিতীয় পর্বে অল্লু অর্জুনের সঙ্গে ফাহদ ফাজ়িলের মুখোমুখি লড়াই দর্শক দেখতে পারবেন। প্রথম পর্বের মতোই দ্বিতীয় ভাগেরও পরিচালনায় সুকুমার থাকবেন।
আরও পড়ুন: Aryan Khan: মাদক কাণ্ডের পর প্রথম সোশ্যাল মিডিয়া পোস্ট আরিয়ানের, কী বলতে চাইলেন শাহরুখ-পুত্র?
গত বছরের শেষের দিকে মুক্তি পেয়েছিল 'পুষ্পা দ্য রাইজ'। ব্লকবাস্টার হিট। প্রায় ২০০ কোটি টাকা ছিল এই ছবির বাজেট। বক্স অফিসে ঝড় তোলা এই ছবি সারা দেশজুড়ে ব্যবসা করে প্রায় সাড়ে তিনশো কোটি টাকারও বেশি। নির্মাতাদের পক্ষ থেকে ব্লকবাস্টার হিট এই ছবির সিক্যুয়েল 'পুষ্পা দ্য রুল'-এর শ্যুটিং শুরুর কথা ঘোষণা করা হয়। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, চলতি বছরের শেষের দিকে মুক্তি পেতে পারে এই ছবি।