Nawazuddin Siddiqui: নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আলিয়ার
Bollywood Celebrity Updates: নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন আলিয়া। সেখানে নিজের কথা তিনি বলেছেন। আর সেখানেই অভিনেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন।
মুম্বই: একে অপরের বিরুদ্ধে লাগাতার বিস্ফোরক অভিযোগ দায়ের করেই চলেছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui) এবং তাঁর স্ত্রী আলিয়া (Aalia Siddiqui)। কখনও নওয়াজের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, কখনও আবার অভিনেতার দিকে অভিযোগের আঙুল তুলেছেন আলিয়া। এবার নওয়াজউদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন তাঁর স্ত্রী। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন আলিয়া। সেখানে নিজের কথা তিনি বলেছেন। আর সেখানেই অভিনেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন।
বলিউড তারকা নওয়াজের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ আলিয়ার-
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন বলিউড তারকা নওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রী আলিয়া। যেখানে তাঁকে কান্নায় ভেঙে পড়তে দেখা যাচ্ছে। ভিডিওতে তিনি জানাচ্ছেন, তাঁর কাছ থেকে দুই সন্তানকে কেড়ে নেওয়ার জন্য তাঁকে খারাপভাবে ব্যবহার করা হচ্ছে। আলিয়ার অভিযোগ, অভিনেতা কখনও তাঁদের নিজের জীবনের সঙ্গে যোগ করেননি। এমনকি সন্তানদেরও কোনও সঠিক ধারণা নেই যে, তাঁদের বাবা কে। ভিডিওর ক্যাপশনে আলিয়া লিখেছেন, 'একজন অসাধারণ অভিনেতা অসাধারণ মানুষ হওয়ার চেষ্টা করছে। ওর (নওয়াজউদ্দিন সিদ্দিকি) হৃদয়হীন মা আমার সন্তানদের অবৈধ বলেছে। আর তাতেও ওই ব্যক্তি চুপ করে থেকেছে। '
আরও পড়ুন - Kartik Aaryan: ভোজপুরি গানে জমিয়ে নাচ কার্তিকের! ভিডিও ভাইরাল মুহূর্তে
প্রসঙ্গত, সম্প্রতি নওয়াজের স্ত্রী আলিয়া সিদ্দিকির আইনজীবী রিজওয়ান ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করেন, সেখানে শোনা যাচ্ছে তাঁদের পরিচারিকা স্বপ্না রবিন মাসিহ্ বলছেন তিনি দুবাইয়ে আটকে পড়েছেন। রিজওয়ানের বিবৃতি সেই ভিডিওর প্রেক্ষাপট ও বিস্তারিত তথ্য জানিয়েছে। রিজওয়ানের বিবৃতিতে স্বপ্নার 'ভুল' নিয়োগ এবং কীভাবে তাঁকে ভিসা ফি'র অজুহাতে বেতন দেওয়া হয়নি সে সম্পর্কে বিশদ বিবরণ দেওয়া হয়েছে। অভিযোগ করা হচ্ছে যে সরকারি নথি অনুযায়ী, স্বপ্নাকে একটি অজানা কোম্পানিতে সেলস ম্যানেজার হিসেবে নিয়োগ করা হয়েছিল, কিন্তু তিনি আসলে নওয়াজউদ্দিনের নাবালক সন্তানদের দেখাশোনা করছিলেন যখন তারা দুবাইয়ে পড়াশোনা করছিলেন। আইনজীবীকে স্বপ্না জানিয়েছেন যে নওয়াজউদ্দিন তাঁকে দুবাইয়ে 'সম্পূর্ণ পরিত্যক্ত' করে রেখেছেন এবং তাঁর বেঁচে থাকার জন্যও 'কোনও খাবার বা অর্থ রাখা নেই'। এই বার্তার সঙ্গে রিজওয়ান কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন ওই মহিলাকে যাতে দ্রুত উদ্ধার করা যায়। ভিডিওয় সাহায্য চেয়ে কাঁদতে শোনা যায় স্বপ্নাকে, তাঁকে নওয়াজের কাছে অনুরোধ করতে শোনা যায় যাতে তাঁকে তাঁর বকেয়া পাওনা মিটিয়ে দেওয়া হয় ও ভারতে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।