Nawazuddin Siddiqui Haddi: 'হাড্ডি'তে রূপান্তরকামীর চরিত্রে নওয়াজ, শেয়ার করলেন নতুন ছবি
Nawazuddin Siddiqui: এর আগে নওয়াজ বলেছিলেন, 'এই ছবিতে আমি দ্বৈত চরিত্রে অভিনয় করব। একজন মহিলার আর একজন রূপান্তরকামীর। দুটো একেবারে আলাদা রকমের চরিত্র।'
![Nawazuddin Siddiqui Haddi: 'হাড্ডি'তে রূপান্তরকামীর চরিত্রে নওয়াজ, শেয়ার করলেন নতুন ছবি Nawazuddin Siddiqui Shares New Look As Transgender Woman from Haddi Nawazuddin Siddiqui Haddi: 'হাড্ডি'তে রূপান্তরকামীর চরিত্রে নওয়াজ, শেয়ার করলেন নতুন ছবি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/17/7c7a360efe9b1e1c40b57bc238338c071671278613687229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: নওয়াজউদ্দিন সিদ্দিকির (Nawazuddin Siddiqui) আগামী ছবি 'হাড্ডি'র (Haddi) প্রথম লুক প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছিল সিনেপ্রেমীদের মধ্যে। আজ ফের নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা। ছবিতে নওয়াজকে রূপান্তরকামীর (transgender) চরিত্রে দেখা যাবে। ২০২৩ সালে বড়পর্দায় আসতে চলেছে এই ছবি।
নওয়াজের নতুন লুক শেয়ার
লাল শাড়ি, গলা-কানে ভারী গয়না, ঠোঁটে লিপস্টিক, কপালে টিপ, চুলে আলগা খোঁপা। হঠাৎ দেখলে মুখ চেনা চেনা ঠেকলেও নাম ঠাহর করতে খানিক বেগ পেতে হবে। এই নওয়াজউদ্দিন সিদ্দিকির আগামী ছবি 'হাড্ডি'র লুক। শনিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেছেন। ক্যাপশনে হিন্দিতে লেখেন, 'গিরফতার তেরি আঁখো মে হুয়ে যা রহে হ্যায় হম, জিনা নেহি হ্যায় ফির ভি জিয়ে যা রহে হ্যায় হম।' যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'তোমার চোখে গ্রেফতার হয়ে যাচ্ছি আমি, বাঁচতে চাই না, তবুও বেঁচে চলেছি।'
View this post on Instagram
এর আগে এক সাক্ষাৎকারে নওয়াজ তাঁর নতুন চরিত্র নিয়ে বলেছিলেন, 'এই ছবিতে আমি দ্বৈত চরিত্রে অভিনয় করব। একজন মহিলার আর একজন রূপান্তরকামীর। দুটো একেবারে আলাদা রকমের চরিত্র। অক্ষতের কাছে স্ক্রিপ্টটা ছিল এবং এই ছবিটা প্রায় ৪ বছর ধরে বানাতে চেয়েছিল ও। "একে ভার্সাস একে" ও "সেক্রেড গেমস"-এ দ্বিতীয় ইউনিট ডিরেক্টর হিসেবে কাজ করেছে অক্ষত। অনুরাগ কাশ্যপের সঙ্গে যখন কাজ করে তখন থেকে চিনি আমি ওকে। এবার অবশেষে এই ভেঞ্চারটা সফল হচ্ছে।'
আরও পড়ুন: Entertainment: ১৩ বছর পেরিয়ে সিলভারস্ক্রিনে তোলপাড়! এল 'Avatar: The Way of Water'
অক্ষত অজয় শর্মা পরিচালিত 'হাড্ডি' মুক্তি পাবে আগামী বছর। এছাড়া নওয়াজউদ্দিনকে 'টিকু ওয়েডস শেরু' ও 'বোলে চুড়িয়া' ছবিতে দেখা যাবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)