Neetu Kapoor: পাশে রণবীর-আলিয়া, তবুও রাজ কপূরের শতবার্ষিকীর অনুষ্ঠানে গিয়ে মন ভারি নীতু কপূরের!
Neetu Kapoor remembered Rishi Kapoor: সোশ্যাল মিডিয়ায় নিজেদের একটি ছবি শেয়ার করে নিয়েছেন নীতু কপূর। এদিন কপূর পরিবারের সবাই পরেছিলেন সাদা বা কালো পোশাক
কলকাতা: রাজ কপূরের জন্মশতবার্ষিকী উদযাপন করতে মুম্বইতে কপূর পরিবারের চাঁদের হাট। হাজির ছিলেন সমস্ত 'কপূর'-রা ও তাঁদের পরিবারের অন্যান্য সদস্যরাও। তবে এই সবের মধ্যেও কি নীতু কপূরের (Neetu Kapoor) মন ভারি হয়ে আছে? পাশে রয়েছে ছেলে রণবীর কপূর (Ranbir Kapoor) ও ছেলের বউ আলিয়া ভট্ট (Alia Bhatt)। তাঁদের একরত্তি কন্যাকে নিয়ে এখন ভরা সংসার নীতু কপূরের। এদিনের অনুষ্ঠানে ছিলেন নীতু কপূরের মেয়ে ঋদ্ধিমাও। তবে কার কথা মনে পড়ছে নীতু কপূরের?
সোশ্যাল মিডিয়ায় নিজেদের একটি ছবি শেয়ার করে নিয়েছেন নীতু কপূর। এদিন কপূর পরিবারের সবাই পরেছিলেন সাদা বা কালো পোশাক। আলিয়া পরেছিলেন একটি ফ্লোরাল শাড়ি। রণবীর পরেছিলেন একটি কালো কোট। নীতু কপূর ও ঋদ্ধিমা পরেছিলেন দুটো জমকালো সালোয়ার কামিজ। এদিন সোশ্যাল মিডিয়ায় আলিয়া, রণবীর, ঋদ্ধিমার সঙ্গে একটি ছবি শেয়ার করে নিয়ে নীতু কপূর লিখেছেন, 'তোমায় মিস করছি কপূর সাব'। অর্থাৎ ঋষি কপূরের কথা খুব মনে পড়ছে তাঁর। ঋষি কপূর সঙ্গে নীতু কপূরের সম্পর্ক খুবই ভাল ছিল। আর ঋষি কপূর প্রয়াত হওয়ার পরেই, একাধিকবার নীতু কপূর তাঁর স্মৃতি ভাগ করে নিয়েছেন। আর বাদ গেন না রাজ কপূরের শতবর্ষ পূর্তির অনুষ্ঠানও। সেই অনুষ্ঠানে এসেও নীতু কপূরের মনে শুধুই ঋষি কপূর।
প্রসঙ্গত, নরেন্দ্র মোদির (Narendra Modi) ডাকে পুরো কপূর পরিবার দিল্লি গিয়েছিলেন। রাজ কপূরের ১০০ বছরের জন্মদিন উদযাপনে এদিন গোটা কপূর পরিবারকে তাঁর বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন নরেন্দ্র মোদি। সেই উপলক্ষ্যেই দিল্লি গিয়েছিলেন করিনা কপূর খান (Kareena Kapoor Khan), সইফ আলি খান (Saif Ali Khan), রণবীর কপূর (Ranbir Kapoor), আলিয়া ভট্ট (Alia Bhatt), নীতু কপূর (Neetu Kapoor) ও কপূর পরিবারের অন্যান্য সদস্যরা। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে কিছুটা সময় কাটান তাঁরা। আলোচনা করেন ছবি নিয়ে , রাজ কপূরকে নিয়ে। সিনেমায় তাঁর অবদান নিয়ে। আর বাড়িতে থাকা ছোট্ট দুই পুত্রের জন্য উপহার পর্যন্ত নিয়ে ফেরেন করিনা কপূর খান।
আরও পড়ুন: Mukesh Khanna on Kapil Sharma: পাশে বসেও চিনতে পারেননি কপিল শর্মা, ক্ষুদ্ধ 'শক্তিমান' মুকেশ খান্না
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে