এক্সপ্লোর
সোনম কপূরের রিসেপশনে সোহেলের স্ত্রীর সঙ্গে ঋষি কপূরের দুর্ব্যবহার, ক্ষমা চাইলেন নীতু

মুম্বই: যত বয়স বাড়ছে, বিতর্ককে তত ভালবেসে ফেলছেন ঋষি কপূর। সোনম কপূরের বিয়েতে সবাই প্রচুর হইচই, আনন্দ করেছেন। ঋষি ঠিক খুঁজে নিয়েছেন অশান্তি আর বিতর্ক। শোনা যাচ্ছে, ওই রিসেপশনে সলমন খানের ভাই সোহেল খানের স্ত্রী সীমা খানের সঙ্গে দুর্ব্যবহার করেন ঋষি। অভিযোগ করেন, তাঁর সঙ্গে দেখা হওয়ার পর সলমন নাকি ভালভাবে কথা বলেননি। এ নিয়ে সীমাকে বেশ দু এক কথা শুনিয়ে দেন তিনি। চটে যান সীমাও। তিনি সোজা গিয়ে নালিশ করেন তাঁর প্রভাবশালী ভাসুরের কাছে। সলমন আবার খুঁজতে বার হন ঋষি কপূরকে কিন্তু ততক্ষণে ঋষি চলে গিয়েছেন। খবর পেয়ে ঋষির স্ত্রী নীতু কপূর গিয়ে ক্ষমা চান সোহেলের কাছে। কিন্তু প্রশ্ন হল, এরপরেও সলমন কি আর কখনও ঋষির সঙ্গে কথা বলবেন!
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন


















