Alia Bhatt Birthday: নীতু কপূর থেকে ভিকি কৌশল, তারকাদের শুভেচ্ছায় উজ্জ্বল আলিয়ার জন্মদিন
Alia Bhatt Birthday: এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়া উপচে পড়ছে অভিনেত্রীর প্রতি শুভেচ্ছা বার্তায়। অনুরাগীদের সঙ্গে অজস্র টিনসেল তারকা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। এদের মধ্যে কাদের কাদের শুভেচ্ছা নজর কাড়ল?
নয়াদিল্লি: আজ অর্থাৎ ১৫ মার্চ ২৯ বছরে পা দিলেন অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawari) ছবিতে তাঁর দুর্দান্ত অভিনয় ক্ষমতার জন্য বেশ কিছুদিন ধরেই তিনি শিরোনামে। আর আজকের বিশেষ দিন অভিনেত্রী নিজের পরিবারের সঙ্গে কাটাচ্ছেন। মলদ্বীপে মা সোনি রাজদান (Soni Razdan) ও বোন শাহিন ভট্টের (Shaheen Bhatt) সঙ্গে রয়েছেন আলিয়া।
এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়া উপচে পড়ছে অভিনেত্রীর প্রতি শুভেচ্ছা বার্তায়। অনুরাগীদের সঙ্গে অজস্র টিনসেল তারকা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। এদের মধ্যে কাদের কাদের শুভেচ্ছা নজর কাড়ল?
আলিয়া ভট্টের মা অভিনেত্রী সোনি রাজদান এদিন সোশ্যাল মিডিয়ায় মেয়ের ছোটবেলা ও বড় বয়সের দুটি অদেখা ছবি পোস্ট করেন। সঙ্গে বিশেষ একটি কবিতাও ছিল বার্থডে গার্লের জন্য।
View this post on Instagram
আলিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন রণবীর কপূরের মা অভিনেত্রী নীতু কপূরও। নিজের ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে নীতু কপূর লেখেন, 'শুভ জন্মদিন ভিতর ও বাইরে থেকে সবচেয়ে সুন্দর মানুষটিকে।'
কর্ণ জোহর এই বিশেষ দিনে 'ব্রহ্মাস্ত্র' ছবির পোস্টার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, 'প্রিয় আলিয়া, এটা লেখার সময় আমি অনেক ভালবাসা যেমন অনুভব করছি কিন্তু সেই সঙ্গে অনেক শ্রদ্ধাও রয়েছে - তোমার অসীম প্রতিভার প্রতি শ্রদ্ধা, একজন শিল্পী হিসাবে তোমার অবিশ্বাস্য বৃদ্ধি এবং জীবনের সমস্ত স্পন্দনের মাধ্যমে তোমার এত বাস্তব হওয়ার ক্ষমতা। ১০ বছর আগে আমি জানতাম না যে একদিন আমি গর্বের সঙ্গে তোমাকে আমার নিজের ভালবাসার এবং প্রচুর আনন্দের ব্রহ্মস্ত্রামি অস্ত্র বলতে পারব। শুভ জন্মদিন, সর্বদা উজ্জ্বল হয়ে থেকো।'
View this post on Instagram
আলিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন রণবীরের বোন ঋদ্ধিমা কপূর। ইনস্টাগ্রাম স্টোরিতে একসঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'শুভ জন্মদিন আমার প্রিয় আলু। অনেক ভালবাসি।'
এছাড়াও কিয়ারা আডবাণী, অনুষ্কা শর্মা, অনন্যা পাণ্ডে, মৌনি রায়, মণিশ মলহোত্র, আথিয়া শেট্টি, ভিকি কৌশল প্রমুখ বি-টাউনের পরিচিত মুখ শুভেচ্ছা জানিয়েছেন আলিয়াকে।
আরও পড়ুন: Brahmāstra: জন্মদিনে 'ব্রহ্মাস্ত্র'-র ইশার সঙ্গে পরিচয় করালেন আলিয়া