Celebrities Update: 'ফ্রিডম টু ফিড' - লিখলেন নেহা, সঙ্গের ছবিতে কী বার্তা দিলেন?
কিছুদিন আগেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদী। ২০১৮ সালে প্রথম কন্যা সন্তানের জন্ম দেন।
মুম্বই: সম্প্রতি দ্বিতীয় সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। ৩ অক্টোবরই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ফিরেছেন কাজেও। সমস্ত আপডেট পাওয়া যায় তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। সম্প্রতি ছাই রঙের একটি মেটার্নিটি আউটফিটে ছবি পোস্ট করলেন তিনি। দেখা গেল, একরত্তি সন্তানকে স্তন্যপানের মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। ছবিটি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, 'ফ্রিডম টু ফিড', অর্থাৎ 'খাওয়ানোর স্বাধীনতা'।
অভিনেত্রী প্রায়ই তাঁর বিভিন্ন পোস্টের মাধ্যমে শিশুদের স্তন্যপান করানোর প্রয়োজনীয়তার কথা জানান। একইসঙ্গে নতুন মায়েদের এই ব্যাপারে স্বাভাবিক হওয়ার বার্তাও দেন।
View this post on Instagram
২০১৯ সালের আন্তর্জাতিক স্তন্যপান সপ্তাহে (International Breastfeeding Week) নেহা একটি ক্যাম্পেন শুরু করেন যার নাম ছিল 'ফ্রিডম টু ফিড'। এই ক্যাম্পেনের মূল লক্ষ্য ছিল সকল নতুন মায়েদের, কোনও কটূক্তি বা বিদ্রুপ ছাড়াই, জনসমক্ষে তাঁদের সন্তানদের স্তন্যপান করানোর স্বাধীনতা দেওয়া। ২০১৮ সালে প্রথম সন্তানের জন্ম দেওয়ার পর থেকেই স্তন্যপান সংক্রান্ত সচেতনতার প্রচার করেন অভিনেত্রী।
আরও পড়ুন: Mumbai Drugs Cruise Case: মাদককাণ্ডে ঘুষ নেওয়ার অভিযোগে বয়ান রেকর্ড সমীর ওয়াংখেড়ের