Neha Dhupia On Pradeep Sarkar: 'দাদাই আমাকে প্রথম কাজের সুযোগ দিয়েছিলেন', প্রদীপ সরকারের স্মৃতিচারণায় নেহা
Neha Dhupia On Pradeep Sarkar: চলতি মাসের ২৪ তারিখ প্রয়াত হয়েছেন পরিচালক প্রদীপ সরকার।
কলকাতা: ৬৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন বিখ্যাত চিত্রপরিচালক প্রদীপ সরকার (Pradeep Sarkar)। পরিণীতা (Parineeta), মর্দানি (Mardaani)-র থেকে শুরু করে 'হেলিকপ্টার এলা' (Helicopter Eela), লগা চুনরি মে দাগ (Laga Chunri Me Daag), ‘লাফাংগে পরিন্দে’ (Lafange Pharinde)-এর মতো ছবি উপহার দিয়েছেন তিনি দর্শকদের। ট্যুইটারে চিত্রপরিচালকের প্রয়াণের খবর শেয়ার করেন হংসল মেটা (Hansal Mehta)।
এবার তাঁর স্মরণে স্মৃতির পাতা উল্টালেন বিটাউন অভিনেত্রী নেহা ধুপিয়া। সম্প্রতি পরিচালকের প্রতি শোকজ্ঞাপন করে তিনি জানান, “সবাই আমার সঙ্গে দাদার ছবি 'হেলিকপ্টার ইলা'তে কাজ করার কথা বলে। তবে প্রথমবার যখন আমি ক্যামেরার মুখোমুখি হতে দাদাই সাহায্য় করেছে। ওঁর সঙ্গে আমি ইউফোরিয়ার জন্য শা না না না না নামে একটি মিউজিক ভিডিও করেছি। আমার মনে আছে আমাকে কাস্ট করার সময় দাদা বলেছিলেন,'তুমি একজন অভিনেতা হতে পারো'।"
নেহা আরও বলেন, “প্রদীপ সরকার সবকিছুর মধ্যে হাস্যরস খুঁজে পেতেন ও যে কোনও প্রতিকূল পরিস্থিতিতেও তিনি হাসতেন। একজন পরিচালক হিসেবে তিনি সবকিছু পারফেক্ট চাইতেন। আমি বিশ্বাস করতে পারছি না দাদা আর আমাদের মধ্য়ে নেই। তাঁর চলে যাওয়া আমাকে অত্য়ন্ত আঘাত করেছে।"
'হেলিকপ্টার ইলা' শ্য়ুটিং চলাকালীন পরিচালক প্রদীপ সরকার তাঁকে অনেক সুস্বাদু খাওয়ার এনে খাওয়ান বলেও জানান নেহা।
অভিনেত্রী আরও বলেন, “আমরা একাধিক বিষয়ে কথা বলতাম। আমার এখনও মনে আছে দাদা আমাকে নানান মজার ফরোয়ার্ড পাঠাতেন। আমার প্রথম প্রজেক্ট থেকে তাঁর শেষ ফিল্ম পর্যন্ত, আমি ওঁর সঙ্গে কাজ করতে পেরে সম্মানিত।”
আরও পড়ুন...
Shah Rukh Khan Buys A Fancy SUV: নিজেকে ১০ কোটি মূল্য়ের উপহার দিলেন কিং খান
প্রসঙ্গত জানা যায়, অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন পরিচালক। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন পরিচালক। কিডনি ডায়ালিসিস করা হয়েছিল তাঁর। কিন্তু তারপরেও রক্তে পটাশিয়ামের মাত্রা বিপুল হারে কমে যাচ্ছিল। সেই অবস্থাতেই চিকিৎসা চলছিল পরিচালকের। কিন্তু শেষরক্ষা হয়নি।
২০০৫ সালে বিদ্যা বালন (Vidya Balan), সইফ আলি খান (Saif Ali Khan) অভিনীত 'পরিণীতা' ছবির হাত ধরে পরিচালনার জগতে পা রাখেন প্রদীপ। প্রথম ছবিতেই তাঁর কাজ মন ছুঁয়ে গিয়েছিল টলিউড ও বলিউডের দর্শকদের। এরপর রানি মুখোপাধ্যায় (Rani Mukherji), কঙ্গনা সেনশর্মা (Kankana Sensharma), অভিষেক বচ্চন (Abhishek Bacchan) অভিনীত ছবি 'লগা চুনরি মে দাগ' তিনি উপহার দিয়েছিলেন দর্শকদের। অন্যধারার এই ছবিও বেশ জনপ্রিয় হয়েছিল। এরপর লাফাংগে পরিন্দে’ (Lafange Pharinde), 'হেলিকপ্টার এলা' (Helicopter Eela)-র মত ছবিও উপহার দেন তিনি।