New Bengali Film: 'নীহারিকা'-য় হারিয়ে যাওয়ার আহ্বান অনুরাধা, শিলাজিৎ, অনিন্দ্যর
New Bengali Film Niharika: ছবিটি সম্পর্কে অনুরাধা বলছেন, 'নীহারিকা আমার জন্য অনেকদিক থেকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ ছবি। এর আগে কোনও ছবির জন্য এত দীর্ঘ শ্যুটিং আমায় করতে হয়নি।'
কলকাতা: বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হওয়ার পরে, অবশেষে দর্শকদের জন্য আসছে 'নীহারিকা' ছবিটি।ইন্দ্রাশীষ আচার্যের (Indrasis Acharya) ছবি নীহারিকা-ইন দ্য মিস্ট Niharika (In the Mist) ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে, মল্লিকা মজুমদার (Mallika Mazumder), অনিন্দ্য সেনগুপ্ত (Anindya Sengupta), শিলাজিৎ মজুমদার (Shilajit Majumdar), অনুরাধা মুখোপাধ্যায় (Anuradha Mukherjee), প্রিয়ঙ্কা গুহ (Priyanka Guha), রাজেশ্বরী পাল (Rajeswari Paul) ও অন্যন্যরা। সদ্য মুক্তি পেল এই ছবির টিজার। জুলাই মাসের ২১ তারিখ মুক্তি পাবে এই ছবি। আজ মুক্তি পেয়েছে এই ছবি পোস্টার। সেখানে রয়েছে, অনুরাধা, শিলাজিৎ, মল্লিকা ও অনিন্দ্যর ছবি।
ছবিটি সম্পর্কে অনুরাধা বলছেন, 'নীহারিকা আমার জন্য অনেকদিক থেকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ ছবি। এর আগে কোনও ছবির জন্য এত দীর্ঘ শ্যুটিং আমায় করতে হয়নি। প্রায় ৬ মাস ধরে শ্যুটিং হয়েছে। মধ্যে কোভিড এসেছে, আরও অনেক বাধা এসেছে। ছবিটার প্রথম স্কিনিং হয়েছিল বিদেশি ফিল্ম ফেস্টিভ্যালে। একজন অভিনেত্রীর কাছে এটা বিশাল পাওয়া। ছবি তৈরির সময় আমরা অনেক ঝড়ঝাপটার মধ্যে দিয়ে গিয়েছি। সেখানে দেখেছি, বাঙালি না হয়ে বাংলা সিনেমা কতক্ষণ ধরে বসে মানুষে দেখছেন, প্রশ্ন করছেন। দর্শকদের এই প্রতিক্রিয়া ভীষণ ছুঁয়ে গিয়েছে আমায়। যেভাবে দেশে, বিদেশের বিভিন্ন প্রান্তে দেখানো হচ্ছে, আমার ভীষণ ভাল লাগছে। কলকাতার মানুষ অনেকেই এবার প্রশ্ন করছেন নীহারিকা কবে মুক্তি পাবে। নীহারিকা আমার কাছে একটা ভাললাগার নাম, অপেক্ষা করছি ছবি মুক্তির।'
এই ছবি নিয়ে শিলাজিৎ বলছেন, 'আমাদের নীহারিকার শ্যুটিং হয়ে গিয়েছিল অনেকদিন। অধীর আগ্রহে এবার মুক্তির অপেক্ষায় রয়েছি। যে কোনও কাজ প্রস্তুত হয়ে গেলে ভীষণ ভাল লাগে। শুধু আমরা নয়, পরিচালকও নয়, যাঁরা জানতে পারেন ছবি তৈরি হওয়ার সময়, তাঁরাও অপেক্ষা করেন। ছবিটা বিশ্বের বিভিন্ন জায়গায় স্ক্রিনিং হয়েছে, মন জিতে নিয়েছে অনেকেরই। গুরুত্বপূর্ণ কিছু ফিল্ম ফেস্টিভ্যালেও গিয়েছে। মানুষ বাইরে ছবিটা দেখে নিয়েছে। এবার বাংলার দর্শকের দেখার অপেক্ষায় নীহারিকা। মল্লিকা ও অনুরাধা দুজনেই প্রশংসনীয় অভিনয় করেছেন। সিনেমাটোগ্রাফারের কাজও ভীষণ ভাল লেগেছে আমার। তবে যে কোনও ছবির তখনই সঠিক বিচার হয় যখন সেটা দর্শকেরা দেখেন। এটা একটা ভাল বিষয়। ইন্দ্রাশীষকে অনেক শুভেচ্ছা। আমরা ৩টে শিডিউলে ছবিটা শ্যুট করেছি বিভিন্ন ঋতুকে তুলে ধরার জন্য। অপেক্ষায় আছি।'
আরও পড়ুন: Diabetes in India: চোখ রাঙাচ্ছে ডায়াবেটিস! গোয়ায় সর্বোচ্চ, ICMR রিপোর্টে বাংলার ছবিটা কী?
আরও পড়ুন: Benefits Of Neem Leaves: নিমের পাতা রক্তের সুগার লেভেল কমতে সাহায্য করে! কীভাবে খাবেন?