Bengali Web Series: গ্যাংস্টারের চরিত্রে সুজয়প্রসাদ, 'টাইপ কাস্ট'- এর ছক ভেঙে কী বলছেন 'নিখোঁজ'- এর পরিচালক আরণ্যক?
Tollywood: ওটিটি মাধ্যমে সদ্যই রিলিজ হয়েছে নতুন বাংলা ওয়েব সিরিজ 'নিখোঁজ'। অভিনয় করেছেন সোহম চক্রবর্তী, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, সোমরাজ মাইতি, ঋদ্ধিমা ঘোষ, অভিজিৎ গুহ এবং আরও অনেকে।
![Bengali Web Series: গ্যাংস্টারের চরিত্রে সুজয়প্রসাদ, 'টাইপ কাস্ট'- এর ছক ভেঙে কী বলছেন 'নিখোঁজ'- এর পরিচালক আরণ্যক? new bengali web series nikhoj directed by aranyak chattopadhyay and actor sujay prasad chattopadhyay plays a gangster character Bengali Web Series: গ্যাংস্টারের চরিত্রে সুজয়প্রসাদ, 'টাইপ কাস্ট'- এর ছক ভেঙে কী বলছেন 'নিখোঁজ'- এর পরিচালক আরণ্যক?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/28/c56080a65928fdd40d43b3aeb3e8ab931698490210200485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Bengali Web Series: বাংলা ছবিতে (Bengali Films) অনেক অভিনেতাকেই 'টাইপ কাস্ট' (Type Cast) করা হয় বলে অভিযোগ রয়েছে। 'টাইপ কাস্ট' অর্থাৎ একই ধরনের চরিত্রে দেখা যাবে ওই ব্যক্তিকে। সংলাপ বলার ধরন, অভিনয়ের ম্যানারিজম সবেতেই কেমন যেন ছকে বাঁধা ব্যাপার। অনেক অভিনেতাই পরিচালকদের বিরুদ্ধে এই অভিযোগ আনেন। কেউ বা এই 'টাইপ কাস্ট'- এর দৌলতে ছবি করতেই নারাজ। তবে সাম্প্রতিক সময়ে একটি বাংলা ওয়েব সিরিজে চিরাচরিত ছক ভেঙে বেরিয়েছেন পরিচালক আরণ্যক চট্টোপাধ্যায়। 'নিখোঁজ' ওয়েব সিরিজে তাঁর অন্যতম তুরুপের তাস অভিনেতা সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। গ্যাংস্টারের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। চরিত্র অনুসারে মানানসই লুক, সেই ভাবেই ডায়লগ থ্রো- সব মিলিয়ে বেশ নতুন রকম।
সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় প্রথিতযশা বাচিক শিল্পী। অভিনয়েও সমান দক্ষ। ওপেন ফোরামে বেশ 'স্পষ্টবাদী' বলেও পরিচিত। অনেকে বলেন তিনি নাকি মারাত্মক 'ঠোঁটকাটা'। বিভিন্ন ওপেন ফোরামে বহুবার সুজয় অভিযোগ করেছেন, বহু পরিচালক তাঁকে ঠিক 'পুরুষোচিত' বলে মনে করেন না। আর তাই এসব গ্যাংস্টার, ডন, ভিলেন- মোদ্দা কথা হল খলনায়কের চরিত্রে সুজয়প্রসাদকে ভাবার সাহসই দেখাতে পারেননি প্রায় কেউই। তবে আরণ্যক সেটাই করে দেখিয়েছেন। তবে এটাই প্রথম নয়। এর আগে 'বিদায় ব্যোমকেশ' ছবিতে খলনায়কের চরিত্রে এক পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছিল সুজয়কে। দীর্ঘদিন ধারাবাহিক 'ত্রিনয়নী'- তেও খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন তিনি। যথেষ্ট জনপ্রিয় হয়েছিল সেই চরিত্র। এবার ফের পর্দায় সুজয়প্রসাদ 'খলনায়ক'। কিন্তু এই গ্যাংস্টার ঠিক আর পাঁচজনের মতো শুধু গুলি চালিয়ে, মেরেধরে নৃশংসতা দেখিয়েই ক্ষান্ত দেন না। এর পিছনে রয়েছে অনেক গল্প।
সুজয়ের কথায়, 'এখানে আমার চরিত্রটা একটা ছিন্নমূল মানুষ। তাঁর জীবনে অনেক না পাওয়া রয়েছে। কষ্ট রয়েছে। আর সেই যন্ত্রণা থেকেই বিভিন্ন নৃশংস কাজ করে থাকে সে। বাকিটা অবশ্য বলব না। সবটা জানতে হলে সিরিজটা দেখতে হবে। একটাই কথা বলার এই সিরিজে অভিনয় করে আমি ভীষণ আনন্দ পেয়েছি। একে তো অনেকদিন পর পুরো সিরিজটা শ্যুটিং করেছি লন্ডনে, আমার অত্যন্ত প্রিয় শহর। আমার পরিচালক আরণ্যক চট্টোপাধ্যায়ের প্রতি আমি কৃতজ্ঞ এরকম একটি চরিত্রে আমায় ভাবার জন্য।'
হঠাৎ সুজয়প্রসাদকে কেন গ্যাংস্টারের চরিত্রে ভাবলেন পরিচালক আরণ্যক
পরিচালক বললেন, 'সুজয়দাকে আমি দীর্ঘদিন ধরে চিনি। একদম আমার দাদারই মতো। আর তাই এই চরিত্রে ওকে মানাবে এটাই ভেবেছি প্রথম থেকে। লুক টেস্টিং চলেছে। ভয়েস নিয়ে কাজকর্ম করা হয়েছে। তারপর ভেবে দেখেছি দাড়ি রেখে এই লুকে গ্যাংস্টার হিসেবে সুজয়দাকে বেশ মানাবে। ছবির গল্প নিয়ে বিশেষ আলাদা কিছু বলার নেই আমার। চারপাশে যা দেখি তাই নিয়েই এই সিরিজ। অনেকে হয়তো মিল খুঁজে পাবেন কিছুর সঙ্গে। সেখানে খালি একটাই কথা বলব এটা আলাদা।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)