RG Kar effect on Tollywood: 'ছবি মুক্তির পরিস্থিতি নেই', আরজি কর কাণ্ডের জেরে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাচ্ছে এই সিনেমা রিলিজ
Onko Ki Kothin Release: গোটা ছবি জুড়েই থাকবে এই তিন খুদের হাসপাতাল তৈরির গল্প। বাবিন ডাক্তার হতে চায়। ডলি মায়ের মতো নার্স হতে চায়। আর টায়ার হতে চায় ইঞ্জিনিয়ার
কলকাতা: ৫ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এই ছবি মুক্তির সিদ্ধান্ত পিছিয়ে দিয়েছেন প্রযোজক রানা সরকার (Rana Sarkar)। সেই খবর ভাগ করে নিয়েছেন তিনি। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এখন মুখর গোটা কলকাতা। প্রায় রোজই দফায় দফায় মিছিল হচ্ছে শহর জুড়ে। কেবল শহর বললে কম বলা হবে। আন্দোলন ছড়িয়ে পড়েছে জেলায় জেলায়, বিভিন্ন রাজ্যে, গোটা দেশে এমনকি বিদেশেও। আর সেই পরিস্থিতিতেই অনির্দিষ্টকালের জন্য ছবির মুক্তি পিছিয়ে দিয়েছেন প্রযোজক। শিক্ষক দিবসে মুক্তি পাওয়ার কথা ছিল 'অঙ্ক কি কঠিন'। কিন্তু বর্তমান পরিস্থিতিতে, যেখানে একের পর এক ছবির বিশেষ স্ক্রিনিং বাতিল হয়ে যাচ্ছে, বাতিল হচ্ছে প্রচারও, সেই জায়গায় দাঁড়িয়ে ছবির মুক্তিই পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রযোজকের তরফে। কবে মুক্তি পাবে এই ছবি সেই নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সৌরভ পালোধির পরিচালনায় ৩ খুদের গল্প বলবে 'অঙ্ক কী কঠিন'। ৩ খুদে ছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন পার্নো মিত্র (Parno Mitra), উষসী চক্রবর্তী (Usashi Chakraborty), শঙ্কর দেবনাথ, ও প্রসূন সোম। একটি হাসপাতাল তৈরির গল্প নিয়ে তৈরি এই ছবি। এ যেন সেই গলি থেকে রাজপথের গল্প। তিন খুদের স্বপ্ন.. তারা একদিন হাসপাতাল বানাবে। কে এই ৩ খুদে? বাবিন, ডলি ও টায়ার। করোনার কোপে পড়াশোনায় ছেদ পড়েছে। বাড়ি বলতে বস্তি। হোক না... স্বপ্ন দেখার নেই মানা। সেই স্বপ্নে ভর করেই তারা একদিন বানিয়ে ফেলে এক 'আব্বুলিশ বাড়ি'।
গোটা ছবি জুড়েই থাকবে এই তিন খুদের হাসপাতাল তৈরির গল্প। বাবিন ডাক্তার হতে চায়। ডলি মায়ের মতো নার্স হতে চায়। আর টায়ার হতে চায় ইঞ্জিনিয়ার। নিজেদের ছোট ছোট বুদ্ধি লাগিয়ে কেমন করে তারা গড়ে তুলবে হাসপাতাল, কীভাবেই বা সেই হাসপাতাল প্রাণ বাঁচাবে মানুষের বা আদৌ প্রাণ বাঁচাতে পারবে কি না..সেই গল্পই বলবে এই ছবি। এই হাসপাতাল তৈরির সঙ্গে জড়িয়ে যায় শাহরুখ ও কাজলও। তাঁদের নিজেদের জীবনেও সমস্যা রয়েছে। ধর্ম আলাদা হওয়ায় শাহরুখের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের কথা বাড়িতে স্বীকার করতে পারে না কাজল। অন্যদিকে শাহরুখের কাজ বলতে পাড়ায় বাড়ায় বিস্কুট ডেলিভারি করা। কীভাবে তাঁদের প্রেম পরিণতি পায়, সেই গল্পও বলবে এই ছবি। পরিচালনার পাশাপাশি, এই ছবি চিত্রনাট্য লিখেছেন সৌরভ পালোধি ও সৌমিক দেব। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন দেবদীপ মুখোপাধ্যায়। এই ছবিটি নিয়ে ৭ বছর পরে বড়পর্দায় পরিচালনায় ফিরছেন সৌরভ পালোধি।
আরও পড়ুন: Riddhi-Surangana: আরজি কর কাণ্ডের জের থিয়েটারের মঞ্চেও, বন্ধ রইল ঋদ্ধি-সুরঙ্গনার 'হ্যামলেট'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।