New Movie Update: মুক্তি পাচ্ছে 'বোধন', পোস্টার শেয়ার করলেন অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়
ছবির নাম 'বোধন'। শুনেই দুর্গাপুজোর কথা মাথায় আসতে পারে। এমনকী ছবির পোস্টারে ঋতব্রত ও ঐশ্বর্যের পিছনেই মা দুর্গার মূর্তিও দেখা যাচ্ছে।
কলকাতা: ২ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক'-এ মুক্তি পাচ্ছে শর্টফিল্ম 'বোধন'। আজই নিজের সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার শেয়ার করলেন অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ঐশ্বর্য সেনকে। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সায়ন বসু চৌধুরী।
View this post on Instagram
ছবির নাম 'বোধন'। শুনেই দুর্গাপুজোর কথা মাথায় আসতে পারে। এমনকী ছবির পোস্টারে ঋতব্রত ও ঐশ্বর্যের পিছনেই মা দুর্গার মূর্তিও দেখা যাচ্ছে। ফলে দুর্গাপুজোর আবহেই তৈরি হচ্ছে সিনেমাটি তা বলাই বাহুল্য।
বাংলা চলচ্চিত্র ও নাটকে অভিনয়ের মাধ্যমে ইতিমধ্য়েই সাধারণের মনে দাগ কেটেছেন অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়। একই সঙ্গে ছোটপর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে মানুষের ঘরে ঘরে আজ অন্যতম পরিচিত মুখ শন বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই এই দুই প্রতিভাবান অভিনেতাকে এক পর্দায় আনলেন পরিচালক অবন্তি চক্রবর্তী, তাঁর প্রথম স্বল্প দৈর্ঘ্যের ছবি 'এ মিডনাইট টেম্পেস্ট' (A Midnight Tempest)-এ। যদিও এর আগেও একসঙ্গে কাজ করেছেন ঋতব্রত ও শন। তবে দু'জনেরই বক্তব্য, 'একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছি এই ছবির কাজে। অনেক কিছুই শিখতে পেরেছি।'
কোনও এক শেক্সপিরিয়ান চরিত্র যাতে ঋতব্রত নিজে অভিনয় করতে চান? অভিনেতা বলেছিলেন, 'শেক্সপিয়রের সঙ্গে আমার প্রথম পরিচয় পড়াশোনার মাধ্যমে হয়নি। বরং আমি শেক্সপিয়রের নাটক মঞ্চস্থ হতে দেখে এবং সেই প্রযোজনার সঙ্গে যুক্ত থেকে শেক্সপিয়রকে চিনেছি। আমি যখন পঞ্চম শ্রেণিতে পড়ি তখন আমাদের থিয়েটার গ্রুপ 'সিজার' নাটকটি মঞ্চস্থ করে। সেই সময় থেকে আমি ব্রুটাস চরিত্রে অভিনয় করতে চাই। আমি ওই চরিত্রটার মতো একটা দোটানা অনুভব করতে চাই। এছাড়াও খানিক আজব শোনালেও আমি মার্ক অ্যান্টনির চরিত্রেও অভিনয় করতে চাই। বিশেষত আমার বাবা সেই চরিত্রে অভিনয় করেছেন বলে। এবং অবশেষে একটা চরিত্র আমার একান্ত পছন্দের, তা হল হ্যামলেট। আমার মনে হয় সব অভিনেতারই স্বপ্ন থাকে একবার ওই চরিত্রটিতে অভিনয় করার।' অন্যদিকে অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের কথায়, 'শেক্সপিয়রের হ্যামলেট চরিত্রটির বিভিন্ন স্তর রয়েছে। যার প্রত্যেকটা জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে প্রাসঙ্গিক। হ্যামলেট নিজেকে প্রশ্ন করতে বাধ্য করে। তাই বোধ হয় এই চরিত্রের প্রতি সকল অভিনেতার একটা টান থাকে।'