New Year 2022: 'নিজের ওপর বিশ্বাস রাখুন,' নববর্ষে বার্তা কর্ণ জোহরের
New Year 2022: একই সঙ্গে তিনি লেখেন, 'আপনাকে আপনার নিজের আবেগের অধিনায়ক এবং চালক হতে হবে... আপনার চারপাশের তিক্ততা কখনও কখনও বিভিন্ন দিকের ফলাফল হতে পারে।'
![New Year 2022: 'নিজের ওপর বিশ্বাস রাখুন,' নববর্ষে বার্তা কর্ণ জোহরের New Year 2022: Karan Johar Insists On Having Belief In Oneself In His Thought-Provoking Message New Year 2022: 'নিজের ওপর বিশ্বাস রাখুন,' নববর্ষে বার্তা কর্ণ জোহরের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/02/ae53a2ddd9eb0b4d4da4d803034d4ba1_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: নতুন বছরে প্রবেশের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন একাধিক টিনসেল তারকা। পরিচালক কর্ণ জোহরও (Karan Johar) একটি বিশেষ নোট লিখে শুভেচ্ছা জানিয়েছেন। 'লাইগার' (Liger) প্রযোজক নিজের সোশ্যাল মিডিয়ায় এদিন গত বছরের বেশ কিছু ছবি পোস্ট করেছেন।
ইনস্টাগ্রামে নিজের মায়ের সঙ্গে ও ছেলেমেয়েদের সঙ্গে একাধিক ছবি পোস্ট করেন তিনি। ২০২১ সালের বিভিন্ন অনুষ্ঠানে সপরিবারে প্রযোজক-পরিচালক। ক্যাপশনে লেখেন, 'এই বছর, আবারও কঠিন ছিল... আমরা আমাদের চারপাশে ক্ষতি, বেদনা, যন্ত্রণা এবং হতাশা দেখেছি... শুধু অর্থহীনভাবে একটি ভাল ২০২২-এর জন্য আশা করে থাকাটা 'আশাবাদী' হলেও কিন্তু কোথাও একটা বোকামিও... সবচেয়ে বড় পরিবর্তন যা ঘটতে হবে তা হল আপনার মধ্যে!'
View this post on Instagram
একই সঙ্গে তিনি লেখেন, 'আপনাকে আপনার নিজের আবেগের অধিনায়ক এবং চালক হতে হবে... আপনার চারপাশের তিক্ততা কখনও কখনও বিভিন্ন দিকের ফলাফল হতে পারে। আপনি যা শুনেছেন এবং যা পড়েছেন তা যদি সব আপনি বিশ্বাস করেন তবে আপনাকে আপনার দৃষ্টি পরিবর্তন করতে হবে। নিজেকে বিশ্বাস করুন!'
আরও পড়ুন: Happy New Year 2022: অদেখা ছবি পোস্ট করে নববর্ষের শুভেচ্ছা সিদ্ধার্থ-কিয়ারার
লম্বা পোস্টে বারবার নিজের ওপর বিশ্বাস রাখার কথা বলেছেন পরিচালক। তাঁর পোস্ট যেন একরাশ ইতিবাচক ভাবনার উদ্রেক ঘটায়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)