Happy New Year 2022: অদেখা ছবি পোস্ট করে নববর্ষের শুভেচ্ছা সিদ্ধার্থ-কিয়ারার
Happy New Year 2022: কিয়ারা আডবাণীকে এরপর 'যুগ যুগ জিও' ছবিতে দেখা যাবে। 'ভুল ভুলাইয়া ২' ছবিতে কাজ করেছেন তিনি। অন্যদিকে সিদ্ধার্থ মলহোত্রকে 'যোদ্ধা' ও 'থ্যাঙ্ক গড', 'মিশন মজনু' ছবিতে দেখা যাবে।

নয়াদিল্লি: নববর্ষে পছন্দের তারকারা নিজেদের সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের জন্য শুভেচ্ছায় ভরিয়েছেন। 'নিউ ইয়ার উইশ' পাঠিয়েছেন বলিউডের চর্চিত তারকা জুটি সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীও (Sidharth Malhotra and Kiara Advani)। সোশ্যাল মিডিয়ায় করেছেন বিশেষ পোস্ট। সূত্রের খবর, সিদ্ধার্থ মলহোত্রা এবং কিয়ারা আডবাণী একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন। নতুন বছরে ভেকেশনের কয়েক ঝলক দেখালেন অনুরাগীদের। সেই ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান সিদ্ধার্থ, কিয়ার পোস্ট করলেন একটি ভিডিও।
ছুটির মেজাজে ছিলেন অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র। তিনি ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করে লেখেন, 'এই বছর একটি নতুন অধ্যায়ের সূচনা হোক যেখানে আপনি নিজের গল্প লিখতে পারেন। এই যাত্রায় আপনার শক্তি এবং সুস্বাস্থ্য কামনা করছি।' ছবি পোস্ট হতেই অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় ভরে ওঠে তাঁর অ্যাকাউন্ট।
View this post on Instagram
অন্যদিকে কিয়ারা আডবাণী একটি ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, 'এবং নতুন বছরে আমরা নতুন করে বিশ্বাস এবং কৃতজ্ঞতা নিয়ে প্রবেশ করি। ২০২২ আমাদের সকলের জন্য যেন সুখকর, স্বাস্থ্যকর এবং নিরাপদ হয়।'
View this post on Instagram
কাজের ক্ষেত্রে, কিয়ারা আডবাণীকে এরপর 'যুগ যুগ জিও' ছবিতে বরুণ ধবনের বিপরীতে দেখা যাবে। 'ভুল ভুলাইয়া ২' ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গে কাজ করেছেন তিনি। অন্যদিকে সিদ্ধার্থ মলহোত্রকে 'যোদ্ধা' ও 'থ্যাঙ্ক গড' ছবিতে অভিনয় করতে দেখা যাবে, তাঁর হাতে রয়েছে 'মিশন মজনু' ছবির কাজও।
আরও পড়ুন: Vicky Kaushal News: শ্যুটিংয়ের মাঝে বিপাকে ভিকি-সারা, অভিযোগ দায়ের ইন্দোরের ব্যক্তির
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
