VicKat Movie Update: নবদম্পতি ভিকি-ক্যাট একসঙ্গে বড়পর্দায়? কোন ছবিতে প্রথম কাজ করবেন?
VicKat Movie Update: সূত্রের খবর, ফারহান আখতারও এই ছবিতে অভিনয় করার পরিকল্পনা করছেন। অর্থাৎ তিনজন মহিলা চরিত্রের বিপরীতে দুই পুরুষ চরিত্রকে প্রায় ফাইনাল ধরেই নেওয়া যায়।
মুম্বই: ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের (Katrina Kaif and Vicky Kaushal) বিয়ের গুজব শুরু হওয়ার সময় থেকেই আলোচনার শীর্ষে রয়েছেন। এরপর গত ডিসেম্বরে রাজস্থানের সিক্স সেন্স ফোর্ট বারওয়ারায় একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে সারেন এই জুটি।
তাদের মিষ্টি, প্রেমযাপনের ছবি তাঁরা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের জন্য পোস্ট করেন। তবে এখন সব ফ্যানেদের একটাই প্রশ্ন। কবে এক ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা যাবে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফকে। তাহলেই যেন ভিকি-ক্যাট অনুরাগীদের স্বপ্ন সফল হয়।
যদি বিভিন্ন সংস্থার রিপোর্ট বিশ্বাস করা যায়, তাহলে শোনা যাচ্ছে যে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ একসঙ্গে প্রথমবার ফারহান আখতারের (Farhan Akhtar) ছবি 'জি লে জ়রা'-তে (Jee Le Zaraa) অভিনয় করবেন। আগেই ঘোষণা করা হয়েছিল এই ছবিতে ক্যাটরিনার সঙ্গে দেখা যাবে প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) ও আলিয়া ভট্টকে (Alia Bhatt)।
বিনোদনের এক সংস্থার প্রতিবেদন অনুয়ায়ী, 'এই ছবিতে অভিনয় করার জন্য ভিকি কৌশলের কাছে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত অসাধারণ। এখন সেই সঙ্গে যদি তাঁকে ক্যাটরিনা কাইফের বিপরীতে কাস্ট করার পরিকল্পনা করা হয় তাহলে 'জি লে জ়রা' এই দম্পতির একসঙ্গে কাজ করা প্রথম ছবি হবে।' এতে ছবির প্রোমোশনেও সুবিধা হবে বলে মনে করছেন সমালোচকরা।
আরও পড়ুন: VicKat Lohri Celebration: বিয়ের পর প্রথম 'লোরি' উদযাপনের ছবি পোস্ট ভিকি-ক্যাটের
সূত্রের খবর, ফারহান আখতারও এই ছবিতে অভিনয় করার পরিকল্পনা করছেন। অর্থাৎ তিনজন মহিলা চরিত্রের বিপরীতে দুই পুরুষ চরিত্রকে প্রায় ফাইনাল ধরেই নেওয়া যায়। বাকি রইল আর একটিমাত্র চরিত্র।
তবে ছবিতে ভিকি কৌশল বা ফারহান আখতারের অভিনয় করার প্রসঙ্গে কোনও অফিশিয়াল ঘোষণা করা হয়নি এখনও। তবে এই গুজবেই আপাতত উচ্ছ্বসিত ভিকি-ক্যাটের অনুরাগীরা।
গতকাল রাতেই বিয়ের পর প্রথম 'লোরি' (Lohri) উদযাপনের ছবি পোস্ট করেন ভিকি-ক্যাট। 'টাইগার জিন্দা হ্যায়' অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভিকি কৌশলের সঙ্গে তাঁর 'লোরি' উদযাপনের মুহূর্ত ভাগ করেন অনুরাগীদের সঙ্গে। প্রসঙ্গত, 'লোরি' এমন এক উৎসব যা শীতকালে উদযাপিত হয়। এটি উত্তর ভারতের এক জনপ্রিয় উৎসব।