VicKat Lohri Celebration: বিয়ের পর প্রথম 'লোরি' উদযাপনের ছবি পোস্ট ভিকি-ক্যাটের
VicKat Lohri Celebration: সম্প্রতি বিয়ের এক মাস পূর্ণ করেছেন এই দম্পতি। প্রথম মাসের উদযাপনে মিষ্টি পোস্ট তো মাস্ট। তাই তো ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল এই বিশেষ দিনে একে অন্যকে শুভেচ্ছা জানিয়ে ফেলেন।
মুম্বই: করোনা অতিমারী (Coronavirus) পৃথিবী জুড়ে বড় আকার ধারণ করায় কোনও উৎসবই ধুমধাম করে উদযাপন করা যাচ্ছে না। সবই প্রভাবিত হচ্ছে। যদিও তাতে বলিউডের নয়া 'লাভবার্ডস' ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের ('Love Birds' Vicky Kaushal and Katrina Kaif) উৎসবে বাধ সাধেনি। বিয়ের পর প্রথম 'লোরি' (Lohri) বলে কথা, খানিকটা তো স্পেশাল হবেই। 'টাইগার জিন্দা হ্যায়' অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভিকি কৌশলের সঙ্গে তাঁর 'লোরি' উদযাপনের মুহূর্ত ভাগ করেন অনুরাগীদের সঙ্গে। প্রসঙ্গত, 'লোরি' এমন এক উৎসব যা শীতকালে উদযাপিত হয়। এটি উত্তর ভারতের এক জনপ্রিয় উৎসব।
ছবিতে ক্যাটরিনা কাইফকে ট্রেডিশনাল লাল পোশাক পরে দেখা গেল। ঠান্ডা থেকে বাঁচতে গায়ে ছিল জ্যাকেট। 'উরি' অভিনেতা ভিকি কৌশলকে দেখা গেল একটি স্যোয়েটশার্ট ও ট্র্যাক প্যান্ট পরে। ছবিতে নিজস্ব সময়ে কাটাচ্ছেন তা একেবারে স্পষ্ট। হাসিমুখে একে অন্যের বাহুডোরে বাঁধা পড়েছেন নবদম্পতি। একে অন্যের প্রেমে নিমজ্জিত ভিকি-ক্যাট। যদিও ছবি কোথায় তোলা তা স্পষ্ট করে উল্লেখ করা নেই। তবে মনে করা হচ্ছে তাঁদের সমুদ্র-মুখী অ্যাপার্টমেন্টের সামনেই প্রথম 'লোরি' উদযাপন হয়েছে।
View this post on Instagram
সম্প্রতি বিয়ের এক মাস পূর্ণ করেছেন এই দম্পতি। প্রথম মাসের উদযাপনে (One month anniversary) মিষ্টি পোস্ট তো মাস্ট। তাই তো ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল (Katrina Kaif and Vicky Kaushal) এই বিশেষ দিনে একে অন্যকে শুভেচ্ছা জানিয়ে ফেলেন। ২০২১ সালের ৯ ডিসেম্বর, রাজস্থানের সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টে চার হাত এক হয় এই তারকা জুটির। ৯ জানুয়ারি, সেই বিশেষ দিনের এক মাস পূরণ।
আরও পড়ুন: Kangana on Instagram: ইনস্টাগ্রামে নস্ট্যালজিক কঙ্গনা রানাউত, শেয়ার করলেন ছোটবেলার একাধিক ছবি
ক্যাটরিনা পাড়ি দেন ইন্দোরের উদ্দেশে। প্রথম মাসের অ্যানিভার্সারি সেখানেই ভিকির সঙ্গে উদযাপন করেন। ভিকি তখন ইন্দোরে সারা আলি খানের সঙ্গে শ্যুটিংয়ে ব্যস্ত। অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে মনের মানুষকে দাম্পত্য জীবনের এক মাস পূর্ণ করার শুভেচ্ছা জানান। 'ডিয়ার হাজব্যান্ড'-এর সঙ্গে একটি সেলফি পোস্ট করে লেখেন, 'শুভ এক মাস'। সঙ্গে হার্ট ইমোজি। স্ত্রীকে কমেন্টে ভিকি লেখেন, 'হ্যাপি হ্যাপি মাই লভ'।