Bollywood News: অমিতাভ বা অক্ষয় কুমার নন.. ছোটপর্দা থেকে প্রতি মাসে ৬০ কোটি টাকা রোজগার করেন বড়পর্দার এই নায়ক!
Entertainment News Update: এই তারকারা ছোটপর্দায় একাধিক শো করেছেন, তা ভীষণ জনপ্রিয়তাও পেয়েছে। তবে জানেন কী, এর মধ্যে এমন এক অভিনেতা রয়েছেন, যিনি ৬০ কোটি টাকা রোজগার করেন ছোটপর্দা থেকে! কে তিনি?

কলকাতা: কেবল ছোটপর্দার তারকা নন, বড়পর্দার একাধিক তারকারাই কাজ করেছেন ছোটপর্দায়। উপার্জনও করেছেন বিস্তর। এই তালিকায় যেমন রয়েছেন কপিল শর্মা (Kapil Sharma), তেমন রয়েছেন খোদ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) -ও। এই তারকারা ছোটপর্দায় একাধিক শো করেছেন, তা ভীষণ জনপ্রিয়তাও পেয়েছে। তবে জানেন কী, এর মধ্যে এমন এক অভিনেতা রয়েছেন, যিনি ৬০ কোটি টাকা রোজগার করেন ছোটপর্দা থেকে! কে তিনি?
অনেকেই আন্দাজ ও করতে পারবেন না সেই অভিনেতার নাম। তিনি হলেন সলমন খান (Salman Khan)। অর্থাৎ সলমন খান অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) -এর থেকেও বেশি পারিশ্রমিক নেন। জানা গিয়েছে, 'বিগ বস' সঞ্চালনা করতে প্রত্যেক মাসে ৬০ কোটি টাকা করে পারিশ্রমিক নেন সলমন খান। ২০২৪ সালের ৬ অক্টোবর থেকে কালার্স টিভি ও জিও সিনেমায় 'বিগ বস'-এর যে এপিসোডগুলি এয়ার হয়েছে, সেখানে সঞ্চালনা করতে সলমন খান প্রতি মাসে ৬০ কোটি করে টাকা নিয়েছেন বলে জানা গিয়েছে। প্রযোজনা সংস্থার খবর অনুযায়ী, এর আগে এতটা পারিশ্রমিক নিতেন না সলমন খান। কিন্তু গতবার তিনি পারিশ্রমিক বাড়িয়েছেন। আর সেই পারিশ্রমিক গিয়ে পৌঁছেছে ৬০ কোটি। সাধারণত ১৫ সপ্তাহ ধরে এই শো-টি চলে। অর্থাৎ ১৫ সপ্তাহ ধরে সঞ্চালনা করে সলমন খান এই শো সঞ্চালনা করে ২৫০ কোটি টাকা রোজগার করে ফেলেছেন।
প্রসঙ্গত, এর আগে একবার শোনা গিয়েছিল 'কোন বনেগা ক্রোড়পতি'-তে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে সলমন খানকে। তবে সদ্য জানা গিয়েছে, এই জল্পনা একেবারেই ভুয়ো। 'কোন বনেগা ক্রোড়পতি' মোটেই ছাড়ছেন না অমিতাভ বচ্চন। তিনি নিয়মিত শ্যুটিং করছেন। প্রসঙ্গত, এই সিজিন শুরুর আগে, একবার গুঞ্জন শোনা গিয়েছিল যে এই শো থেকে অবসর নিতে চলেছেন অমিতাভ বচ্চন। জল্পনা বাড়িয়েছিল তাঁর একটি ট্যুইট। সেই সময়ে গুঞ্জনে শোনা গিয়েছিল, এবার 'কোন বনেগা ক্রোড়পতি' -র সঞ্চালনার দায়িত্ব যেতে পারে শাহরুখ খান, ঐশ্বর্য্য রাই বচ্চন বা মহেন্দ্র সিংহ ধোনির হাতে। তবে সেই সমস্ত জল্পনা উড়িয়ে ফের নতুন সিজনের শ্যুটিং শুরু করেছেন অমিতাভ।
প্রসঙ্গত, সলমন খানের বাড়িতে সদ্যই ঢুকে পড়েছিল এক মহিলা। নিরাপত্তা বলয় এড়িয়ে ওই মহিলা ঢুকে পড়েছিলেন সলমন খানের বাড়িতে। আর তার পর থেকেই সলমনের বাড়িতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।






















