Ranveer Allahbadia: রণবীর এলাহবাদিয়া প্রথম নয়, এই একই বিতর্কিত প্রশ্ন করে বসেছিলেন কমেডিয়ান কানন গিলও!
Ranveer Allahbadia News: কানন একেবারে একই বিতর্কিত প্রশ্ন করেছিলেন জ্যাকি ভাগনানিকে। কী সেই প্রশ্ন?

কলকাতা: 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট' (India's Got Latent)-এ বিতর্কিত মন্তব্য করে চর্চায় 'বিয়ারবাইসেপস' রণবীর এলাহবাদিয়া (Ranveer Allahbadia)। চর্চায় না বলে, বলা ভাল বিতর্কে। বাবা-মাকে নিয়ে অশ্লীল মন্তব্য করার জেরে তাঁর নামে দায়ের হয়েছে FIR। সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ক্ষোভের জেরে সোশ্যাল মিডিয়া থেকে 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট' -এর সমস্ত ভিডিও মুছে ফেলেছেন সময় রায়না। তবে এই ধরণের কথা বলার মানুষ কি প্রথম রণবীর এলাহবাদিয়াই? এর আগে কেউ কি এই ধরণের মন্তব্য করেননি? সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা খুঁজে বের করেছেন স্ট্যান্ড আপ কমেডিয়ান কানন গিলের পুরনো একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, প্রায় এই একই রকম প্রশ্ন করেছিলেন কানন গিল ও!
২০১৫ সালের একটি ভিডিও সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, একটি ছবির প্রচারে কাননের শো-তে এসেছিলেন জ্যাকি ভাগনানি। আর সেখানেই কানন একেবারে একই বিতর্কিত প্রশ্ন করেছিলেন জ্যাকি ভাগনানিকে। কী সেই প্রশ্ন? কারণ প্রশ্ন করেছিলেন, 'তুমি কী তোমার বাবা-মায়ের যৌনতা দেখতে চাও নাকি একবার সেখানে যোগ দিয়ে চিরকালের মতো তা বন্ধ করে দিতে চাও' ? এই কথা শুনে প্রবল হাসতে থাকেন জ্যাকি ভাগনানি। কিন্তু কানন বলেন, এর উত্তর তোমায় দিকেই হবে। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সেই ভিডিও। কিন্তু এই শো যে সময়ে সম্প্রচারিত হয়েছিল, সেই সময়ে এই শো বা এই প্রশ্ন নিয়ে কোনও বিতর্কই হয়নি!
এই মন্তব্য ভাইরাল হওয়ার পরে, সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা একাধিক প্রশ্ন তুলেছেন। অনেকে বলেছেন, '২০১৫ সাল কি ২০২৫ সালের তুলনায় অনেক বেশি শান্ত ছিল?' অনেকে আবার লিখেছেন, 'সেই সময়ে জিও এত সস্তা ছিল না। কাজেই এত মানুষের কাছে ইন্টারনেটও পৌঁছে যায়নি। আর যাদের কাছে ইন্টারনেট ছিল তাদের আরও অন্যান্য অনেক কাজ ছিল।' আরও একজন আবার লিখেছেন, 'সস্তা ইন্টারনেট পেয়েছেন তাই প্রত্যেকটা জায়গাতেই নীতিগত মতামত রাখা আপনাদের চাইই চাই।'
View this post on Instagram






















