Babul Supriyo: প্রতিভাবান ছেলে মেয়েরা শো করছে, টাকা রোজগার করছে, কিন্তু গানের জগৎ থেকে হারিয়ে যাচ্ছে: বাবুল সুপ্রিয়
Babul Supriyo News: 'সিডির ওপর অটোগ্রাফ করে অনুরাগীকে দেওয়াটা এখন খুব মিস করি'

কলকাতা: বেলা বোস থেকে শুরু করে নীলাঞ্জনা, এই সমস্ত গান আর এই সমস্ত চরিত্র যেন আমাদের বড় হওয়ার সঙ্গে গেঁথে রয়েছে। আর সেই সমস্ত চরিত্রেই যদি ধরা দেয় একটা গানে? কেমন হয় তখন সেই গান? সেই সাক্ষর রয়েছে বাবুল সুপ্রিয় (Babul Supriyo)-র নতুন গান 'শুধু তোমারই জন্য'-তে। গোটা গান জুড়ে রয়েছে প্রেমের ছোট ছোট অনুভূতি আর অনাবিল বাঙালিয়ানা। কিন্তু সেই গান তৈরির নেপথ্য গল্পটা ঠিক কী ছিল? এবিপি লাইভের সঙ্গে শেয়ার করে নিলেন বাবুল।
ফেব্রুয়ারি মানেই প্রেমের মাস। ভ্যালেন্টাইন্স ডে কে মাথায় রেখেই কি এই গানের মুক্তির দিন বেছেছিলেন বাবুল? সঙ্গীতশিল্পী বলছেন, 'আমার কাছে প্রেমের কোনও বিশেষ মাস হয় না। প্রত্যেক মাসেই তো প্রেমটাকে জিইয়ে রাখতে হয়। নাহলে বাঁচার অর্থটাই যেন হারিয়ে যায়। আর ভ্যালেন্টাইন্স ডে মানে আমার কাছে সরস্বতী পুজো। সেইদিন সমস্ত পছন্দের মেয়েরা লাল পাড় সাদা শাড়ি পরে পুজোমণ্ডপে যেন, চোখ বন্ধ করে অঞ্জলির মন্ত্র পড়ত। আর আমরা ড্যাব ড্যাব করে তাকিয়ে সেই মেয়েদের দেখতাম। পরে যখন আস্তে আস্তে বড় হয়েছি, স্কুলের উঁচু ক্লাস, কলেজ তখন খাবার পরিবেশন করার মধ্যে একটা অদ্ভূত আনন্দ কাজ করত। তখন যে মেয়ে পছন্দের, তাকে গিয়ে বলা যেত, 'তুমি কি একটু খিচুড়ি নেবে?' কেউ বলবে না, কেন বললে? কোনও বারণ নেই। ওই দিনটা যেন বাঁধনছাড়া হওয়ার আনন্দ।'
প্রেমের গান মানে তো প্রেমের অভিনয় ও। সঙ্গীতশিল্পীকে কী অভিনেতাও হতে হয়? বাবুল বলছেন, 'শুধু আমার কথা বলছি না, প্রত্যেক সঙ্গীতশিল্পীর অভিনয়টাই অনেকটা বেশি। কারণ তাঁরা শুধু নিজেদেক কন্ঠকে ব্যবহার করতে পারেন অভিনয় করার জন্য। সমস্ত আবেগ, অনুভূতি সবটা ফুটিয়ে তুলতে হয় কন্ঠেই। আমার ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম।' সরস্বতী পুজোয় সাধারণত কেমন করে দিনটা কাটত বাবুলের? সঙ্গীতশিল্পী বলছেন, 'খুব ব্যস্ততায় কাটত। বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান হত, নৃত্যনাট্য হত। আর সেখানে নায়কের কন্ঠে গান গাইতে ডাক পড়ত আমার। সে একটা দারুণ অভিজ্ঞতা।'
'শুধু তোমারই জন্য' গানটা তৈরি করার পরিকল্পনা এল কী করে? বাবুল বলছেন, 'উপলের কার্টুন নিয়ে আমার কাজ করার ইচ্ছা ছিল অনেকদিনের। জয় সরকারের সঙ্গে বসে এই গানের সুর তৈরি করি। আমাদের ছোটবেলার প্রেম মানেই তো বেলা বোস, ঝিন্টি বা নীলাঞ্জনা। এরা এক একটা চরিত্র হয়ে রয়েছে গিয়েছে। ভেবেছিলাম এই সমস্ত চরিত্রকে যদি একটা গানের মধ্যে নিয়ে আসা যায় তাহলে কেমন হবে? সেই ভাবনা থেকেই এই গানটা। মানুষের যে এই গানটি ভাল লাগছে, তাঁরা যে বলছেন এই ধরণের কাজ বাংলায় হয়নি, এটাই পাওনা। তবে এখন একটা জিনিস ভীষণ মিস করি। সেটা হল সিডির ওপর অটোগ্রাফ দিয়ে অনুরাগীকে দেওয়া। ইউটিউবের যুগে, গান হাতে পাওয়ার যে উত্তেজনা, সেটা চলে গিয়েছে।'
বর্তমানে গানের দুনিয়ায় প্রতিযোগিতা বেড়েছে বলে মনে করেন বাবুল সুপ্রিয়? সঙ্গীতশিল্পী বলছেন, 'নতুন প্রজন্মের সঙ্গীতশিল্পীরা সবাই সিনেমার গানের দিকে ঝুঁকছে। সবাই যদি প্লে-ব্যাকই করে, তাহলে এই স্বতন্ত্র গানগুলোর কী হবে? নচিদা বা অঞ্জনদার যে গান গুলি এত বিখ্যাত, সেগুলোর কোনোটা তো ছবির গান নয়। এখন সব ট্যালেন্ট হান্ট শো থেকে এত প্রতিভাবান ছেলে মেয়েরা উঠে আসছে। মানুষ তাঁদের গান মুগ্ধ হয়ে শুনছে.. কিন্তু তারপরে তারা হারিয়ে যাচ্ছে। হয়তো শো করছে, কিন্তু তার বাইরে গানের জগতে তাঁদের আর পাওয়া যাচ্ছে না।'
গানের শেষে স্ত্রীকে ক্যামেরার সামনে নিয়ে আসার চমকটা কিন্তু দুর্দান্ত। হাসতে হাসতে বাবুল বললেন, 'হ্যাঁ, অনেক কষ্টে রাজি করিয়েছি। বলেছি, ক্যামেরায় তুমি এলে তবেই আমার প্রেমের বৃত্তটা সম্পূর্ণ হবে।'
আরও পড়ুন: Ranveer Allahbadia: 'এমন একটা সময় আসবে যখন তুমি সব হারিয়ে ফেরবে', নাম করে ফের রণবীরকে তোপ নিক্কির?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
