Dream Girl 2: 'ড্রিম গার্ল টু'-তে অভিনয় করার সুযোগ না পেয়ে আমি অত্যন্ত ব্যথিত, অকপট স্বীকারোক্তি নুসরত ভারুচার
Nusrat Bharuchar: ২৫ অগাস্ট 'ড্রিম গার্ল টু' বড় পর্দায় মুক্তি পেতে চলেছে।
কলকাতা: 'ড্রিম গার্ল টু' মুক্তির আগে প্রচার চলছে জোর কদমে। ভারতের নানা শহরে ঘুরে বেড়াচ্ছেন আয়ুষ্মান খুরানা, অনন্যা পান্ডে, রাজপাল যাদব। এদিকে 'ড্রিম গার্ল'-এ নুসরত ভারুচা থাকলেও 'ড্রিম গার্ল টু'-তে তাঁর অনুপস্থিতি ঘিরে উঠছে প্রশ্ন। প্রথম দিকে নীরব থাকলেও বিষয়টি নিয়ে এখন সরব হয়েছেন নুসরত ভারুচা।
একটি সাক্ষাৎকারে নুসরত বলেছেন, 'আমি টিম 'ড্রিম গার্ল'-এর সদস্য ছিলাম। ছবিটির ইউনিটের প্রত্যেকের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত আন্তরিক। ছবিটির শ্যুটিংয়ের সময় আমি সবার কাছ থেকে অনেক ভালবাসা পেয়েছি। তবে 'ড্রিম গার্ল টু'-তে অভিনয় করার সুযোগ না পেয়ে আমি অত্যন্ত ব্যথিত। আমি পুরো টিমটাকেই মিস করেছি। আমি জানি না কেন 'ড্রিম গার্ল টু' থেকে আমায় বাদ দেওয়া হল। আমার কাছে এর কোনও জবাব নেই। সম্ভবত নির্মাতারাই এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন। তবে আমার মনে হয় এই সিদ্ধান্তের পিছনে যুক্তিসঙ্গত কোনও কারণ নেই। কোনও যুক্তি কেউ দেখাতে পারবেন না। তাহলে কেন এই সিদ্ধান্ত? আমিও আর পাঁচজনের মতই রক্তমাংসের মানুষ। তাই এমন একটি ঘটনা হৃদয়ে তো আঘাত করবেই। এটুকু বলতেই পারি, এটি অত্যন্ত অনুচিত একটি সিদ্ধান্ত। এর বেশি কিছু আমার বলার নেই। তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, এটি তাঁদের বিষয়। ঠিক আছে, কোনও সমস্যা নেই।'
আরও পড়ুন...
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এক বছরের মধ্যে মৃত্যু ৬.৫ শতাংশ কোভিড রোগীর! দাবি নয়া গবেষণায়
উল্লেখ্য়, দ্য ড্রিম গার্ল টু এর ট্রেলার লঞ্চের পর থেকেই এই ছবিটিকে ঘিরে বেশ চর্চা চলছে সিনে-অনুরাগীদের মধ্যে। আয়ুষ্মান খুরানা আর অনন্যা পাণ্ডে এই ছবির প্রচারে এখন বেশ ব্যস্ত রয়েছেন। ইন্দৌরে এই ছবিটির একটি প্রমোশনাল ইভেন্টে একসঙ্গে যোগ দিয়েছিলেন আয়ুষ্মান এবং অনন্যা। সেখান থেকে গন্তব্য চণ্ডীগড়। চণ্ডীগড় ইউনির্ভার্সিটিতেও একসঙ্গে ছবির প্রমোশন সেরেছেন দুই তারকা। আর এই অনুষ্ঠানেরই বেশ কিছু ভিডিও সোশাল মিডিয়ায় এখন রীতিমতো ভাইরাল। অনুষ্ঠান মঞ্চে গানের সুরে রাম্প ওয়াকের ভঙ্গীতে হাঁটতে দেখা গিয়েছে আয়ুষ্মান আর অনন্যাকে। তারপর ছবির অন্যতম অভিনেতা মনজ্যোত সিংকে সঙ্গে নিয়ে নাচের ছন্দেও পা
মিলিয়েছেন তাঁরা।
২৫ অগাস্ট 'ড্রিম গার্ল টু' বড় পর্দায় মুক্তি পেতে চলেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial