Nusrat Jahan Instagram Post: জীবনকে সহজ করতে নুসরতের দাওয়াই কী?
তিনি অন্তঃস্বত্তা। সেই খবরেই তোলপাড় হয়েছিল গোটা ইন্ডাস্ট্রি। শুধু ইন্ডাস্ট্রি নয়, সন্তানের পিতৃপরিচয় জানতে মুখিয়ে ছিলেন অনুরাগীরাও। তবে এখনও সেবিষয়ে মুখ খোলেননি অভিনেত্রী। মাতৃত্ব উপভোগ করতেই এখন ব্যস্ত নুসরত জাহান। তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক অর্থপূর্ণ ছবি বা ভিডিও শেয়ার করে মনের ভাব প্রকাশ করাই এখন প্রিয় হয়ে দাঁড়িয়েছে নুসরতের।
কলকাতা: তিনি অন্তঃস্বত্তা। সেই খবরেই তোলপাড় হয়েছিল গোটা ইন্ডাস্ট্রি। শুধু ইন্ডাস্ট্রি নয়, সন্তানের পিতৃপরিচয় জানতে মুখিয়ে ছিলেন অনুরাগীরাও। তবে এখনও সেবিষয়ে মুখ খোলেননি অভিনেত্রী। মাতৃত্ব উপভোগ করতেই এখন ব্যস্ত নুসরত জাহান। তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক অর্থপূর্ণ ছবি বা ভিডিও শেয়ার করে মনের ভাব প্রকাশ করাই এখন প্রিয় হয়ে দাঁড়িয়েছে নুসরতের।
আজ ইনস্টাগ্রাম স্টেটাসে একটি ভিডিও শেয়ার করেন নুসরত জাহান। ভিডিওটি গৌর গোপাল দাসের। সেখানে বলা হয়েছে, 'জীবন কখনও সোজা হয় না। জীবনকে সহজ করে নিয়ে হয়। আর জীবনকে সহজ করে নেওয়ার জন্য কিছু জিনিস বদলে ফেলতে হয় আবার কিছু জিনিস এড়িয়েও যেতে হয়। তবেই জীবন সহজ হয়।'
নেটমাধ্যমে বেশ পরিচিত এই গৌর গোপাল দাস। তাঁর ছোট ছোট বলা সহজ কথা দিয়ে বহু মানুষকে উদ্বুদ্ধ করেছেন তিনি। আজ ইনস্টাগ্রাম স্টোরিতে এই গৌর গোপাল দাসের ছোট্ট ভিডিওই শেয়ার করেছেন নুসরত। এর আগেও নুসরত এই বক্তার ভিডিয়ো নিজের স্টোরিতে দিয়েছেন।
নুসরতের বৈবাহিক জীবন, সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল ট্রোল মিম। তাতে অবশ্য পাত্তা দেননি অভিনেত্রী। নিজের মত করেই ভালো থাকার চেষ্টা করেছেন তিনি। সম্প্রতি বৃষ্টির দিনে ছুটি কাটিয়েও এসেছেন নুসরত। সূত্রের খবর, সেখানে তাঁর সঙ্গে গিয়েছিলেন যশও। এস ও এস কলকাতা ছবির শ্যুটিং করার সময়ই ঘনিষ্ঠ হয় যশ ও নুসরত। যদিও দুজনের কেউই এখনও সেই বিষয়ে মুখ খোলেননি।
কয়েকদিন আগেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আরও একটি অর্থপূর্ণ বার্তা লিখেছিলেন নুসরত। তিনি লিখেছিলেন, 'যতদিন না একজন মহিলা শক্তিশালী হচ্ছে, ততদিন সবাই চায় সে শক্তিশালী হোক। এবং তারপর সবাই তাকে অন্য চোখে দেখতে শুরু করে। কিন্তু একজন শক্তিশালী মহিলা আগেও কারও কথা শুনত না, আর এখনও শুনবে না।' এর আগে অপর একটি স্টেটাস শেয়ার করে নুসরত লিখেছিলেন, 'আমাদের সবার জীবনেই এমন একজন মানুষ চাই যে আমাদের বিচার করবে না, শুধু আমাদের মনের আবেগ, অনুভূতিগুলো ভাগ করে নেবে।'