Nusrat Mika: মিকার গানে মঞ্চে নুসরতের নাচ, গায়ক বললেন, 'এত ফিট সাংসদ দেখিনি'
Nusrat Jahan: রাজনীতি ও খুদে ছেলে, অভিনয় সব সামলেও ফিটনেসের দিকে কড়া নজর দেন নুসরত। মা হওয়ার পরে ম্যাজিকের মতোই মেদ ঝরিয়ে ফেলেছেন তিনি
কলকাতা: মিকা সিং (Mika Singh)-এর গানের তালে বসিরহাটের মঞ্চেই নাচ বসিরহাটের সাংসদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মিকা ও নুসরত জাহান (Nusrat Jahan)-এর নাচ গানের যুগলবন্দি। সদ্য একটি মঞ্চানুষ্ঠানে বসিরহাটে এসেছিলেন মিকা। সেখানে উপস্থিত ছিলেন সাংসদ নুসরত জাহান। আর তারপরে সঙ্গীতশিল্পীর অনুরোধেই মঞ্চে আসেন তিনি। পা মেলান নাচের তালেও। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই ভিডিও শেয়ার করে নিয়েছেন নুসরত। মিকার গলায় “ম্যাড, আই অ্যাম ম্যাড বেবি, তোর প্রেমে ম্যাড”-এ পা মেলান নুসরত।
সদ্যই বাংলায় এসেছিলেন মিকা। মঞ্চে উঠে গানের ফাঁকেই তিনি আহবান জানান নুসরতকে। বলেন, এত ফিট এমপি (সাংসদ) তিনি নাকি প্রথম দেখছেন। সত্যিই তাই। রাজনীতি ও খুদে ছেলে, অভিনয় সব সামলেও ফিটনেসের দিকে কড়া নজর দেন নুসরত। মা হওয়ার পরে ম্যাজিকের মতোই মেদ ঝরিয়ে ফেলেছেন তিনি। কড়া ডায়েট আর শরীরচর্চার মধ্যে থাকেন তিনি।
আরও পড়ুন: Tunisha Sharma Suicide Case: তুনিশা শর্মা মৃত্যুরহস্যের চার্জশীটে প্রেমিক শীজ়ান খানের নাম
আপাতত নতুন কাজে হাত দিয়েছেন নুসরত। ফের বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে যশ দাশগুপ্ত (Yash Dashgupta) ও নুসরত জাহান (Nusrat Jahan)। শুধু তাঁরা নন, সঙ্গে থাকছেন টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)-ও। দেবরাজ সিংহের পরিচালনায় তৈরি হচ্ছে নতুন ছবি শিকার (Shikar)।
এই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নুসরত জাহানকে। তাঁর চরিত্রের নাম জিনিয়া। থ্রিলার গল্পে জিনিয়ার সামান্য হালকা চালের চরিত্র আলাদা মাত্রা যোগ করবে। এই ছবিতে চতুর্থ ও আরও একটি সমান গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। তবে তাঁকে নিয়ে এখনও মুখ খুলতে চান না পরিচালক প্রযোজক। মার্চ থেকে শ্যুটিং শুরু হওয়ার কথা এই ছবি।
View this post on Instagram