Nusrat Yash: প্রিয় সঙ্গীকে হারিয়ে মনখারাপ নুসরত যশের, পাশে থাকার বার্তা দিলেন মিমি, পার্নোরা
Nusrat Jahan and Yash Dashgupta: সোশ্যাল মিডিয়ায় হ্যাপির ছবি শেয়ার করে নুসরত লিখেছেন, 'আমাদের এক সন্তান হ্যাপির স্মৃতিতে...মনে হচ্ছে, বাড়িতে যেন কিছু একটা নেই, কেমন ফাঁকা লাগছে'
কলকাতা: একসঙ্গে ছুটি কাটানো থেকে শুরু করে বাড়িতে অবসর কাটানো, সবকিছুতেই নায়ক নায়িকার সঙ্গী ছিল সে। পোষ্য 'হ্যাপি'-র মৃত্যুতে মনখারাপ নুসরত জাহান (Nusrat Jahan) ও যশ দাশগুপ্তের (Yash Dashgupta)। সোশ্যাল মিডিয়ায় পোষ্য কুকুরের ছবি পোস্ট করে এই মনখারাপের কথা জানান নায়ক-নায়িকা।
আজ সোশ্যাল মিডিয়ায় হ্যাপির একাধিক ছবি পোস্ট করেছেন নুসরত। সেখানে কোথাও দেখা যাচ্ছে, হ্যাপির সঙ্গে খেলায় মত্ত যশ। কখনও আবার পোষ্যকে আদর করছেন নুসরত। সমুদ্রের ধারে হ্যাপি দাঁড়িয়ে রয়েছে সেই ছবিও শেয়ার করে নিয়েছেন নুসরত।
সোশ্যাল মিডিয়ায় হ্যাপির ছবি শেয়ার করে নুসরত লিখেছেন, 'আমাদের এক সন্তান হ্যাপির স্মৃতিতে...মনে হচ্ছে, বাড়িতে যেন কিছু একটা নেই, কেমন ফাঁকা লাগছে। আমাদের একটা অংশ যেন তোমার সঙ্গে চলে গেল। মা আর বাবা তোমার সঙ্গে আবার দেখা হওয়ার অপেক্ষা করবে। অনেক অনেক ভালবাসা।'
সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা সমবেদনা জানিয়েছেন নায়ক নায়িকাকে। তার মধ্যে রয়েছেন, মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), জুন মাল্য (Jun Mliya), পার্ণো মিত্র (Parno Mitra) ও অন্যান্য়রা। মিমির সঙ্গে নুসরতের বন্ধুত্বের কথা সবার জানা। তবে যশের সঙ্গে নুসরতের সম্পর্কের পর থেকেই মিমির সঙ্গে তাঁর সম্পর্কের দৃঢ় বন্ধন যেন আলগা হতে থাকে। দুই অভিনেত্রীকে অনেকদিনই এক ফ্রেমে আর দেখা যায় না। তবে মিমির পোষ্যপ্রেমের কথাও সবার জানা। নুসরতের মনখারাপের দিনে পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।
সদ্য সোশ্যাল মিডিয়ায় নুসরত ও তাঁর ছোট্ট পুত্র ঈশানের ছবি শেয়ার করে নিয়েছিলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। একদিকে পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইউভান। অন্যদিকে অভিনেত্রী নুসরত জাহান ও অভিনেতা যশ দাশগুপ্তের ছেলে ঈশান। সোশ্যাল মিডিয়ায় এমনিতে বেশ জনপ্রিয় ইউভান। তাঁর খেলাধুলো থেকে প্রথম স্কুলে যাওয়া, আধো আধো বুলি, বা পড়াশোনা, সবকিছুই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রাজ বা শুভশ্রী। নিজেদের পরিবারের আনন্দ ভাগ করে নেন সকলের সঙ্গে। অন্যদিকে, তার জন্ম নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে বিনোদন দুনিয়া তোলপাড় হয়ে গেলেও ঈশানের মুখ কোনওদিনই প্রকাশ্যে আনেননি নুসরত বা যশ।
View this post on Instagram
আরও পড়ুন: Dream Meaning: এই ৫টি জিনিস স্বপ্নে দেখলেই বিপদ সংকেত! জীবনে আসতে পারে দুর্ভোগ
আরও পড়ুন:Sugarcane Juice Benefits: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?