Happy Birthday Farhan Akhtar: ফারহানের ছোটবেলার ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা দিদি জোয়া আখতারের
Farhan Akhtar: ৯ জানুয়ারি, ২০২৩, ৪৯-এ পা দিলেন ফারহান আখতার। আর এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় একটি মন ছুঁয়ে যাওয়া পোস্ট করলেন জোয়া আখতার। ফারহানের ছোটবেলার সাদা-কালো ছবি পোস্ট করেন জোয়া।
মুম্বই: কাছের মানুষের জন্মদিন মানেই তো সেই দিন তাঁকে বিশেষ অনুভব করানো। সোমবার অর্থাৎ আজ জন্মদিন বলিউড তারকা (Bollywood Star) ফারহান আখতারের (Happy Birthday Farhan Akhtar)। এই বিশেষ দিনে এক আবেগঘন পোস্ট করলেন তাঁর দিদি ও পরিচালক জোয়া আখতার (Zoya Akhtar)।
ফারহানকে বিশেষ শুভেচ্ছা জোয়ার
৯ জানুয়ারি, ২০২৩, ৪৯-এ পা দিলেন ফারহান আখতার। আর এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় একটি মন ছুঁয়ে যাওয়া পোস্ট করলেন জোয়া আখতার। ফারহানের ছোটবেলার সাদা-কালো ছবি পোস্ট করে জোয়া লেখেন, 'বার্থডে বয়। প্রত্যেক বছর আরও ভালবাসা বেড়ে যাচ্ছে তোমার প্রতি।' পোস্টে ফারহানের একটি মিষ্টি খুদেবেলার ছবি দেকা যাচ্ছে যা অনুরাগীদের বেশ মনে ধরেছে।
সোশ্যাল মিডিয়া ভরেছে ফারহানের অনুরাগীদের শুভেচ্ছাবার্তায়। একজন অনুরাগী লেখেন, 'ভালবাসি ফারহান! তোমার গান ও সিনেমা আমাকে জীবনের শ্রেষ্ঠ কিছু স্মরণীয় মুহূর্ত দিয়েছে এবং যখনই আমি তোমাক গান শুনি আমি সেই সুখের সময়ে ফিরে যাই। ধন্যবাদ এই কারণে। সবচেয়ে ভাল জন্মদিন কাটুক।' আরও একজন লেখেন, 'শুভ জন্মদিন স্যর। আপনিই সেরা।'
View this post on Instagram
লেখক জাভেদ আখতার ও হানি ইরানির সন্তান ফারহান লেখক, পরিচালক ও প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন মাত্র ২৬ বছর বয়সে 'দিল চাহতা হ্যায়' (Dil Chahta Hai) ছবির হাত ধরে। ২০০১ সালে মুক্তি পায় এই ছবি। ২০০৮ সালে মুক্তি পায় 'রক অন', এই ছবির হাত ধরে তিনি অভিনয়ে পা রাখেন। তাঁর ছবি 'জিন্দেগি না মিলেগি দোবারা' (Zindagi Na Milegi Dobara) (২০১১) দুটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড (Filmfare Awards) পায়, যার মধ্যে তাঁর জেতা 'সেরা সহ অভিনেতা' অন্যতম। ২০১৩ সালে তিনি মিলখা সিংহের চরিত্রে অভিনয় করেন 'ভাগ মিলখা ভাগ' ছবিতে। 'ডন' (Don) ও 'ডন ২' (Don 2) ছবি দুটিও তাঁর পরিচালিত। আপাতত তিনি একটি 'রোড ট্রিপ ড্রামা' পরিচালনায় মন দিয়েছেন। ছবির নাম 'জি লে জরা' (Jee Le Zaraa), অভিনয়ে আলিয়া ভট্ট (Alia Bhatt), প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)।