RRR Movie: লস অ্যাঞ্জেলসে উঠে দাঁড়িয়ে হাততালি প্রাপ্তি 'আর আর আর'-এর! ছবিতে অভিভূত আমেরিকার 'ডিরেক্টরস গিল্ড'
'RRR': 'দুর্দান্ত! বছরের শ্রেষ্ঠ ছবি' চিৎকারের মধ্যে দিয়েই রাজামৌলি ও এনটিআর জুনিয়রকে স্বাগত জানাল 'অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস'-এর সদস্যরা।
হায়দরাবাদ: বিদেশের মাটিতে উষ্ণ অভ্যর্থনা পেলেন জুনিয়র এনটিআর (NTR Junior) ও এস এস রাজামৌলি (SS Rajamouli)। উঠে দাঁড়িয়ে সমবেত হাততালি ও 'দুর্দান্ত! বছরের শ্রেষ্ঠ ছবি' চিৎকারের মধ্যে দিয়েই তাঁদের স্বাগত জানাল 'অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস'-এর (Academy of Motion Picture Arts & Sciences) সদস্যরা। এই সংস্থাই অস্কারের দায়িত্বে থাকে। লস অ্যাঞ্জেলসে (Los Angeles) তাঁদের জন্য 'আর আর আর'-এর বিশেষ প্রদর্শনী (‘RRR’ Special Screening) করা হয়।
বিদেশের মাটিতে 'আর আর আর' রব
'আর আর আর'-এর বিশেষ স্ক্রিনিংয়ের পর মঞ্চের মধ্যস্থলে স্থান পান অভিনেতা-পরিচালক দ্বয়। ছবির সম্পর্কে বিভিন্ন আলোচনা করেন তাঁরা। ছবিতে ভীমের চরিত্রে জুনিয়র এনটিআরকে দেখা যায়। তাঁর সম্পর্কে কথা বলতে গিয়ে রাজামৌলি বলেন, 'কোমুরাম ভিমুড়ু (ছবির হিট গান) হচ্ছে আমার পরিচালনা করা শ্রেষ্ঠ জিনিস। আমার প্রত্যেকটা ছবির মধ্যে এই গানটা আমার। কারণ এনটিআর এত ভাল একজন পারফর্মার। যদি আপনি ওঁর একটা ভ্রুয়ের ওপরও ক্যামেরা তাক করেন, ও তাই দিয়েই পারফর্ম করে দেবে। ও এতটাই দুর্দান্ত।' এনটিআর জুনিয়র ইন্টার্ভাল দৃশ্যের শ্যুটিং সম্পর্কেও কথা বলেন, যেখানে তাঁকে অজস্র হিংস্র প্রাণীর সঙ্গে খাঁচা থেকে লাফ দিতে দেখা যায়। তিনি বলেন, 'আমার কাছে শ্রেষ্ঠ দৃশ্য হচ্ছে যেখানে ভীম বাকি জন্তুদের সঙ্গে লাফিয়ে বেরোচ্ছে। আমি কখনওই জানতাম না যে শটটি কেমন হওয়া উচিত ছিল, উনি আমাকে কখনও বলেননি যে আমি কীভাবে এই সমস্ত প্রাণীর সঙ্গে লাফ দেবো, এও কখনওই বলেননি যে শটটা কীভাবে নিচ্ছেন। সিনেমা রিলিজ হওয়ার পর আমি গোটা দৃশ্যটা দেখতে পাই আর আমার প্রতিক্রিয়া ছিল 'বাহ্'!'
'ডিরেক্টরস গিল্ড অফ আমেরিকা থিয়েটার'-এ 'আর আর আর' স্ক্রিনিং এবং এনটিআর জুনিয়র এবং রাজামৌলির সঙ্গে কথোপকথনের জন্য ১০০ জনেরও বেশি লোক উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সাংবাদিক ও অ্যাকাডেমির সদস্যরা।
আরও পড়ুন: Tunisha Sharma: 'তখনও নিঃশ্বাস নিচ্ছিল, কাছের হাসপাতালে নিয়ে গেলে বেঁচে যেত', দাবি তুনিশার মায়ের
এনটিআর জুনিয়র ও রাজামৌলি আপাতত লস অ্যাঞ্জেলসে রয়েছেন 'গোল্ডেন গ্লোবস'-এর কারণে, যেখানে দুটি বিভাগে লড়াইয়ে রয়েছে 'আর আর আর'। একটা সেরা ছবি ও অপরটা সেরা গান (নাটু নাটু)। প্যান ইন্ডিয়া ছবি হিসেবে এটি দুর্দান্ত সাফল্য পেয়েছে, ব্লকবাস্টার। বিদেশেও একের পর এক স্থানে দর্শকদের মন জিতে চলেছেন রামচরণ ও জুনিয়র এনটিআর অভিনীত ছবি। এই ছবিতে কাজ করেছেন অজয় দেবগণ ও আলিয়া ভট্টও।