Arjun Malaika Dating : মালাইকার সঙ্গে কীভাবে ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেট করলেন অর্জুন কাপুর ?
দুজনকে নিয়েই বলিউডে জোর গুঞ্জন। সঙ্গে বিতর্কও। কেন অর্জুন কাপুর তাঁর থেকে বয়সে অনেক বড় মালাইকা অরোরার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। বিশেষ করে মালাইকার যখন সন্তান রয়েছে।
মুম্বই : একে রবিবার। তার উপর ফ্রেন্ডশিপ ডে। এরকম বিশেষ দিনে একসঙ্গে লাঞ্চ সারলেন মালাইকা অরোরা এবং অর্জুন কাপুর। তার খুল্লামখুল্লা ছবিও পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। দুজনেরই সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে তাঁদের অনুরাগীরা দিব্যি কল্পনা করে নিতে পারলেন এবারের ফ্রেন্ডশিপ ডে কতটা গাঢ় বন্ধুত্বের ছাপ ফেলেছে দুজনের জীবনে। অর্জুন কাপুর যেমন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। যে ছবিতে দেখা যাচ্ছে, মালাইকা অরোরাকে এবং তাঁর সামনে রাখা খাবার। সেই ছবিতে অর্জুন কাপুর আবার ক্যাপশন লিখেছেন, 'এই হল পাস্তা। আর তার পাশে যিনি পাস্তা তৈরি করেছেন।' ছবিতে মালাইকা অরোরাকে দেখা যাচ্ছে নানা রঙের অফশোল্ডার ডিজাইনের পোশাক পরে থাকতে। যদিও তাঁর মুখ ক্যামেরার দিকে নয়। মালাইকা অরোরা অবশ্য একাধিক ছবি পোস্ট করেছেন সোশ্য়াল মিডিয়ায়। সেখানে ক্যামেরা একেবারে খাবারের দিকে জুম করে তাক করা। সুন্দর ক্যাপশন লিখেছেন মালাইকাও। তিনি লিখেছেন, 'এই করোনাকালে ইতালিতে তো যেতে পারছি না। তাই ইতালিকেই নিয়ে এলাম।'
দুজনকে নিয়েই বলিউডে জোর গুঞ্জন। সঙ্গে বিতর্কও। কেন অর্জুন কপাুর তাঁর থেকে বয়সে অনেক বড় মালাইকা অরোরার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ? বিশেষ করে মালাইকার যখন সন্তান রয়েছে। সাধারণত এই সব বিষয়ে অর্জুন কাপুর একেবারেই মুখ খোলেন না সংবাদ মাধ্যমের সামনে। যদিও সম্প্রতি একটি সাক্ষাৎকারে অর্জুন বলেছেন, 'আমার প্রেমিকা আমাকে সবথেকে ভাল বোঝে। ও আমার বাইরেটা দেখে বলে দেয়, আমার ভিতরে কী চলছে। দুজনের সম্পর্কে একটা সুন্দর রসায়ন রয়েছে। যদিও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলাটা আমার একেবারেই নাপসন্দ। প্রত্যেকেরই একটা ব্যক্তিগত জীবন থাকে। সেটা নিজের মতো করে কাটানোর অধিকারও রয়েছে তাঁর। সংবাদ মাধ্যমে এই বিষয়ে কথা বললে লোকের হয়ত ভাল লাগে। কিন্তু ভেবে দেখেছেন, এগুলো ছোটদের মনের উপর কতটা প্রভাব ফেলে। পেশাদার জীবন আর ব্যক্তিগত জীবনকে আলাদা করে দেখতেই পছন্দ করি।'
অর্জুন কাপুর আরও বলেন, 'আমি সবসময় আমাদের সম্পর্ক নিয়ে কথা বলার জন্য একটা সীমানা মেনে চলি। শুধু নিজের জন্য নয়। আমার গার্লফ্রেন্ডের জন্যও। ওর ও একটা জীবন আছে। আর আমার সম্পর্কের জন্য তো আর আমার পেশাদার জীবন চলে না। তাই দুটোকে মিলিয়ে ফেলা ঠিক হবে না। পাশাপাশি গার্লফ্রেন্ডের সম্মানের দিকটাও দেখতে হয়। একটা ভালোবাসার সম্পর্ক তত ভাল থাকে, যাতে পারস্পরিক সম্মান থাকে। আমরা দুজনেই এটা মেনে চলি। তাতেই দিব্যি আছি।' এটা তো অর্জুন কাপুর আর মালাইকা অরোরাদের মত। কিন্তু তাঁদের অগণিত অনুরাগীদের মন কি এরকম কর্কশ কথায় ভরে ? তাই বিনোদনপ্রেমীরা আশা করেই থাকেন তারকাদের জীবনের খুঁটিনাটি জানতে।