এক্সপ্লোর
৮০ বছরের মা ডন বৈঠক দিচ্ছেন! ‘মাদার্স ডে’-তে সেই ভিডিও শেয়ার করলেন মিলিন্দ সোমান
বিনোদন জগতের পরিচিত মুখ মিলিন্দ সোমান তাঁর মায়ের সঙ্গে ভিডিও শেয়ার করলেন ‘মাদার্স ডে’-তে। তবে তা কোনও স্মৃতিমেদুর ছবি নয়, ভিডিওতে দেখা গেল, সমুদ্র সৈকতে মিলিন্দের সঙ্গে পাল্লা দিয়ে ডন বৈঠক দিচ্ছেন তাঁর ৮০ বছরের মা ঊষা সোমেন!

মুম্বই: গতকাল ছিল মাদার্স ডে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, প্রায় সবাই দিনটি বিশেষভাবে পালন করেছিলেন। খাওয়া দাওয়া থেকে ছোটবেলার স্মৃতি রোমন্থন, সোশ্যাল মিডিয়ার দেওয়াল ভরে গিয়েছিল মায়েদের ছবিতে। সবাই নিজের মতো তাঁদের মা’কে বলেছেন, ‘হ্যাপি মাদার্স ডে’।
বিনোদন জগতের পরিচিত মুখ মিলিন্দ সোমান তাঁর মায়ের সঙ্গে ভিডিও শেয়ার করলেন ‘মাদার্স ডে’-তে। তবে তা কোনও স্মৃতিমেদুর ছবি নয়, ভিডিওতে দেখা গেল, সমুদ্র সৈকতে মিলিন্দের সঙ্গে পাল্লা দিয়ে ডন বৈঠক দিচ্ছেন তাঁর ৮০ বছরের মা ঊষা সোমান!
ভিডিওটি শেয়ার করে মিলিন্দ লেখেন, 'এখনও দেরী হয়ে যায়নি'। তিনি বলেন, 'সব মায়েদের উচিত নিজেদের জন্য অল্প হলেও সময় বের করা। আমরা সবাই তাঁদের সুস্থ দেখতে চাই।' ভিডিওতে ঊষা সোমানকে দেখা যায় ১৬ টি ডন বৈঠক দিতে। তবে এই প্রথমবার নয়। এর আগেও শাড়ি পড়ে ম্যারাথনে অংশ নিয়েছেন ঊষা। তখন তাঁর বয়স ছিল ৭০ বছর। মিলিন্দ ছাড়াও জাহ্নবী কপূর, সারা আলি খান সহ আরও অনেক সেলিব্রিটি নিজেদের মায়ের সঙ্গে ছবি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।It's never too late. Usha Soman, my mother. 80 years young.#mothersday #love #mom #momgoals #fitwomen4fitfamilies #fitness #fitnessmotivation #healthylifestyle #fitterin2019 #livetoinspire make every day mother's day!!!!! ???????????? pic.twitter.com/7aPS0cWxlR
— Milind Usha Soman (@milindrunning) May 12, 2019
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ক্রিকেট






















