এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
বিনোদ খন্নার মৃত্যুবার্ষিকীতে ছোটবেলার ছবি শেয়ার করে আবেগপ্রবণ ছেলে অক্ষয়
বলিউডের জনপ্রিয় অভিনেতা বিনোদ খন্নার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় ছোটবেলার ছবি শেয়ার করলেন অক্ষয় খন্না। লিখলেন, 'বাবা ও সন্তানের ভালোবাসা কখনও ভাষায় প্রকাশ করা যায় না। আমরা তোমায় চিরকাল মনে রাখব।'
মুম্বই: বলিউডের জনপ্রিয় অভিনেতা বিনোদ খন্নার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় ছোটবেলার ছবি শেয়ার করলেন অক্ষয় খন্না। লিখলেন, 'বাবা ও সন্তানের ভালোবাসা কখনও ভাষায় প্রকাশ করা যায় না। আমরা তোমায় চিরকাল মনে রাখব।'
ট্যুইটারে আজ বাবার সঙ্গে ছোটবেলার ছবি শেয়ার করে আবেগপ্রবণ অক্ষয় খন্না। ছবিতে দেখা যাচ্ছে, দুই ভাই অক্ষয় ও রাহুলের হাত ধরে রয়েছেন বাবা বিনোদ খন্না। আজ কিংবদন্তি অভিনেতার মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতিচারণ করেছে গোটা বলিউড।
আলি ফজল লিখেছেন, একবার তিনি দেখা করেছিলেন বিনোদ খন্নার সঙ্গে। তাঁর সঙ্গে কোনও ছবি নেই আলির। তবে একসঙ্গে কাজ না করতে পারার আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।
মেরে আপনে, পারভারিস, মেরা গাঁও মেরা দেশ, আচানক, ইনকার-এর মতো বিভিন্ন চলচ্চিত্রে ভিন্ন ভিন্ন অভিনয়ের জন্য নজর কেড়েছিলেন বিনোদ খন্না। ১৯৭১ সালে গীতাঞ্জলি তলোয়ারখানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তাঁদের দুই ছেলেই অক্ষয় ও রাহুল খন্না। এরপর ১৯৮৫ -এ গীতাঞ্জলির সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে তাঁর। এরপর কবিতা দফতরীর সঙ্গে ১৯৯০ সালে বিবাহ হয় তাঁর। তাঁদের দুই সন্তান, সাক্ষী খান্না ও
শ্রদ্ধা খান্না।
১৯৭৫ সাল নাগাদ চলচ্চিত্র জগৎ থেকে অবসর নেন তিনি। এরপর প্রায় এক দশক মার্কিন যুক্তরাষ্ট্রের আশ্রমে কাটিয়েছিলেন তিনি। ফিরে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি। হয়েছিলেন লোকসভার সদস্যও।
বিনোদ খন্নার জন্মদিনে তাঁর স্ত্রী কবিতা দফতরী দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন। জানান, সবসময় দুঃস্থদের সাহায্যে করতে চাইতেন বিনোদ। তাই তাঁর স্মৃতির উদ্দেশ্যেই এই পদক্ষেপ।
চলচ্চিত্র অভিনেতা-পরিচালক ফিরোজ খানেরও মৃত্যুদিন ও বিনোদ খন্নার মৃত্যুদিনও আকস্মিকভাবে একই। ২০০৯ সালে মারা যান তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement