এক্সপ্লোর
পদ্মাবতীর মুক্তি পিছিয়ে যাওয়া ইতিবাচক ভাবেই দেখছি, রাগ নেই: শাহিদ

পানাজি: পদ্মাবতী নিয়ে দেশজুড়ে চলা বিতর্কের মাঝে এবার ছবি নিয়ে গোয়া চলচ্চিত্র উতসবে গিয়ে মুখ খুললেন ছবির অন্যতম অভিনেতা শাহিদ কপূর। ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ছবির নির্মাতারা। এই সিদ্ধান্ত প্রসঙ্গে শাহিদ কপূরের মত, ছবি মুক্তির তারিখ পিছিয়ে যাওয়া ইতিবাচকই, এরমধ্যে রাগের কিছু নেই। শাহিদ, ইফির উদ্বোধনী মঞ্চে গিয়ে বলেন, এইধরনের ছবি ঘিরে বিতর্ক তৈরি হয়। কিন্তু এত সমস্যার মধ্যেও আশার আলোই দেখতে পাচ্ছেন শাহিদ। ছবিটি পর্দায় একদিন মুক্তি পাবেই, এবং এই ছবির জন্যে সকল ভারতীয় একদিন গর্বিতবোধ অবশ্যই করবেন। তাঁর আশা, ছবিটি একবার দেখার পর, প্রত্যেকেই সমস্ত রাগ, ক্ষোভ ভুলে ছবি নিয়ে মাতবেন। তবে ছবিতে পদ্মীনির চরিত্রে অভিনয় করা দীপিকা পাড়ুকোনকে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, সেপ্রসঙ্গে শাহিদের মত, এটা অত্যন্ত লজ্জাজনক এবং নিন্দনীয় ঘটনা। যেকোনও রকমের হিংসাত্মক প্রতিবাদ আন্দোলনই খারাপ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















