Laal Singh Chaddha: অস্কারের অফিশিয়াল পেজে বিশেষভাবে সম্মান জানান হল 'লাল সিং চাড্ডা'কে
'ফরেস্ট গাম্প'-এর ইন্ডিয়ান অ্যাডাপশন 'লাল সিং চাড্ডা'কে বিশেষভাবে সম্মান জানান হল অস্কারের অফিশিয়াল পেজ থেকে।
![Laal Singh Chaddha: অস্কারের অফিশিয়াল পেজে বিশেষভাবে সম্মান জানান হল 'লাল সিং চাড্ডা'কে Oscar's official page honours Aamir Khan's Laal Singh Chaddha in special way, know in details Laal Singh Chaddha: অস্কারের অফিশিয়াল পেজে বিশেষভাবে সম্মান জানান হল 'লাল সিং চাড্ডা'কে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/13/878ed587e46260867850f5f3a83f05801660394929962214_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: দীর্ঘ প্রতীক্ষার পর গত ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আমির খানের (Aamir Khan) ছবি 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha)। ছবিটি মূলত টম হ্যাঙ্কসের 'ফরেস্ট গাম্প'-এর (Forrest Gump) অফিশিয়াল হিন্দি রিমেক। হলিউড ছবি থেকে অনুপ্রাণিত হলেও ভারতীয় দর্শকদের জন্যই তৈরি করা হয়েছে এই ছবি। ভারতীয় আদবকায়দা, সংস্কৃতিকে মাথায় রেখে চিত্রনাট্য লিখেছেন চিত্রনাট্যকার। তাই বাদ গিয়েছে বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্যও। 'ফরেস্ট গাম্প'-এর ইন্ডিয়ান অ্যাডাপশন 'লাল সিং চাড্ডা'কে বিশেষভাবে সম্মান জানান হল অস্কারের অফিশিয়াল পেজ থেকে।
'লাল সিং চাড্ডা'কে বিশেষ সম্মান অস্কারের অফিশিয়াল পেজে-
এদিন অস্কারের অফিশিয়াল পেজে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, 'ফরেস্ট গাম্প' এবং 'লাল সিং চাড্ডা'র বেশ কিছু দৃশ্য রয়েছে। হলিউড ছবিটির সঙ্গে আমির খানের ছবি দৃশ্যের তুলনাও করা হয়েছে। তার সঙ্গে বিশেষ সম্মান জানান হয়েছে ক্যাপশনে। 'লাল সিং চাড্ডা' ছবিতে আমির খানের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে করিনা কপূর খানকে।
আরও পড়ুন - Raju Srivastava Health: কেমন আছেন রাজু শ্রীবাস্তব? উদ্বেগের খবর হাসপাতাল সূত্রে
'লাল সিং চাড্ডা'র দ্বিতীয় দিনের বক্স অফিস কালেকশন-
১১ অগাস্ট অক্ষয় কুমারের 'রক্ষা বন্ধন'-এর সঙ্গেই মুক্তি পেয়েছে আমির খানের 'লাল সিং চাড্ডা'। অক্ষয় কুমারের ছবি প্রথম দিন যা ব্যবসা করেছে, তার তুলনায় ব্যবসা নিম্নমুখী হয়েছে দ্বিতীয় দিনে। একই অবস্থা 'লাল সিং চাড্ডা'র ক্ষেত্রেও। মুক্তির দিন প্রায় ১২ কোটি টাকার ব্যবসা করলেও দ্বিতীয় দিন এই ছবি ব্যবসা করেছে ৭.২৬ কোটি টাকার। দুদিনে আমির খানের ছবি মোট ব্যবসা করেছে ১৮.৯৬ কোটি টাকার। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এমনই তথ্য দিয়েছেন। বক্স অফিস কালেকশন খুব ভালো না হলেও দর্শকদের মন জিতে নিয়েছে 'লাল সিং চাড্ডা'। নেট মাধ্যমে তেমনই প্রতিক্রিয়া দর্শকদের। আমির খানের এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে মোনা সিংহকে। এছাড়াও দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য বলিউডে পা রাখলেন এই ছবি দিয়েই।<
>
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)