(Source: ECI/ABP News/ABP Majha)
Oscars 2022 Winner: অস্কারে ইতিহাস! প্রথম বধির অভিনেতা হিসাবে সেরার শিরোপা 'কোডা'র ট্রয় কটসুরের মাথায়
Oscars 2022 Winner: কটসুর ছাড়া মনোনয়নের তালিকায় ছিলেন সিয়ারান হিন্ডস (বেলফাস্ট), জেসি পাইমনস (দ্য পাওয়ার অফ দ্য ডগ), জেকে সাইমনস (বিইঙ্গ দ্য রিকার্ডোস) ও কোডি স্মিট-ম্যাকফি (দ্য পাওয়ার অফ দ্য ডগ)।
লস অ্যাঞ্জেলস: প্রথম অক্সার পুরস্কার ঝুলিতে ভরলেন মার্কিন অভিনেতা ট্রয় কটসুর (Troy Kotsur)। ২০২১ সালে মুক্তি প্রাপ্ত 'কোডা' (CODA) ছবির জন্য সেরা সহ অভিনেতার (Best Supporting Actor) পুরস্কার পেলেন তিনি।
'অস্কার'-এ ইতিহাস সৃষ্টি
নিজের জন্য প্রথম তো বটেই অস্কারের ইতিহাসেও নতুন রেকর্ড তৈরি করলেন তিনি। ট্রয় হলেন অভিনয়ের জন্য অস্কারপ্রাপ্ত প্রথম বধির অভিনেতা। 'কোডা' ছবিতে ট্রয়ের সহ অভিনেত্রী মার্লি ম্যাটলিন (Marlee Matlin) ছিলেন প্রথম বধির অভিনেত্রী যিনি আজ থেকে ছিল ৩৫ বছর আগে অস্কার পেয়েছিলেন 'চিলড্রেন অফ এ লেসার গড' ছবির জন্য।
এর আগে সহ অভিনেতা বিভাগেই ট্রয় মনোনীত হয়েছিলেন 'গোল্ডেন গ্লোবস'-এ কিন্তু পুরস্কার জিততে পারেননি। ২০২১ সালে মুক্তি প্রাপ্ত 'কোডা' একটি নতুন প্রজন্মের কমেডি-ড্রামা ঘরানার ছবি।
'CODA' star Troy Kotsur makes history as the first deaf man to win Oscar
— ANI Digital (@ani_digital) March 28, 2022
Read @ANI Story | https://t.co/Bngj3TBtXg#Oscars #CODA #TroyKotsur pic.twitter.com/13roQE37M6
মনোনয়নের দৌড়ে ছিলেন...
কটসুরের সঙ্গে মনোনয়নের তালিকায় নাম ছিল সিয়ারান হিন্ডস (বেলফাস্ট), জেসি পাইমনস (দ্য পাওয়ার অফ দ্য ডগ), জেকে সাইমনস (বিইঙ্গ দ্য রিকার্ডোস) ও কোডি স্মিট-ম্যাকফি (দ্য পাওয়ার অফ দ্য ডগ)-এর।
৯৪ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হচ্ছে হলিউডের 'ডলবি থিয়েটার'-এ। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি মনোনয়ন তালিকা প্রকাশিত হয়েছিল।
আরও পড়ুন: Oscars 2022: সঞ্চালক ক্রিস রককে চড় মেরে ক্ষমাপ্রার্থী 'সেরা অভিনেতা'র অস্কার হাতে উইল স্মিথ
অন্যদিকে রাশিয়ার (Russia) হামলায় বিধ্বস্ত ইউক্রেন (Ukraine)। সেই কথা স্মরণ করে 'দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস' (The Academy of Motion Picture Arts and Sciences) আজ অস্কারের মঞ্চে কয়েক মুহূর্ত নীরবতা পালন করল।