(Source: ECI/ABP News/ABP Majha)
Oscars The Elephant Whisperers: অস্কারের মঞ্চে সেরা ডকু 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স', টুইটে অভিনন্দন প্রধানমন্ত্রীর
PM on Oscars 2023 The Elephant Whisperers: অস্কার মঞ্চে ভারতীয় ছবির জয়জয়কার। 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' ছবিটি ডকু শর্ট ফিল্ম বিভাগে সেরার শিরোপা পেয়েছে। টুইটে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
নয়াদিল্লি: অস্কার মঞ্চে ভারতীয় ছবির জয়জয়কার। কার্তিকী গঞ্জালভেস পরিচালিত তামিল ছবি 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' (The Elephant Whisperers)ছবিটি ডকু শর্ট ফিল্ম বিভাগে সেরার শিরোপা পেয়েছে। ইতিমধ্যেই এই জয়ের খবরে উচ্ছ্বাসে ভাসছে গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) টুইটে অভিনন্দন জানিয়েছেন 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' এর গোটা টিমকে।
'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' এবার ভারতের মুকুটে জুড়ে দিল নয় পালক
কার্তিকী গঞ্জালভেস পরিচালিত, নেটফ্লিক্স শর্ট ডকু 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' এবার ভারতের মুকুটে জুড়ে দিল নয় পালক। বলাইবাহুল্য এই ওটিটি প্ল্যাটফর্মের এই ছোটগল্পটির প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী। তিনি তাঁদের এই কাজে হাইলাইটস নিয়ে নিয়েও টুইটে কথা বলেছেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, এই বিভাগে ভারতীয় ছবি হিসেবে প্রথম অস্কার পেল 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'। পাশাপাশি এই বিভাগে 'হলআউট', 'মার্থা মিশেল এফেক্ট', 'স্ট্রেনজার অ্য়াট দ্য গেট', 'হাউ ডু ইউ মেসার অ্যা ইয়ার।'
প্রকৃতি এবং প্রাণীর সঙ্গে মানুষের ভালবাসার সুসম্পর্ক
মূলত, একটি নয়, দু'টি অস্কার এবার ভারতের হাতে। কার্তিকী গঞ্জালভেস পরিচালিত, গুনীত মোঙ্গা প্রযোজিত 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' সেরা ড্যকুমেন্টরি শর্টফিল্ম বিভাগে সেরার শিরোপা জিতে নিয়েছে অস্কারের মঞ্চে। প্রকৃতি এবং প্রাণীর সঙ্গে মানুষের ভালবাসার সুসম্পর্কের এক অবিস্মরণীয় কাহিনি তুলে ধরেছেন কার্তিকী, তাঁর এই ড্যকুমেন্টরি ফিল্মে।
দীপিকার ঘোষণাতেই অস্কারের মঞ্চে অনুষ্ঠিত হয় 'নাটু নাটু'
অপরদিকে, অস্কারের মঞ্চে নজর কাড়লেন দীপিকা। এবার অস্কার ২০২৩ এর রেড কার্পেটে তিনি ভারতের তরফে উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন। দীপিকার ঘোষণাতেই অস্কারের মঞ্চে অনুষ্ঠিত হয় ভারত থেকে মনোনীত 'নাটু নাটু।' তবে ইতিমধ্যেই অস্কার জিতে নিয়েছে 'নাটু নাটু'
অস্কার মঞ্চে ভারতীয় ছবির জয়জয়কার
অপরদিকে, দীপিকার সৌন্দর্যে সম্মোহিত ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চ। কালো গাউনে দীপিকার লুক চোখ ধাঁধানো। রেড কার্পেটেই সম্মোহক উপস্থিতিতেই শুধু নয়, নিজের আত্মবিশ্বাসী বক্তব্যে ভারতীয় ঐতিহ্য এবং ভাবমূর্তির ছবি তিনি তুলে ধরলেন অস্কারের মঞ্চে। গৌরবান্বিত করলেন ভারতীয় নারীদের। সোশাল মিডিয়ায় দীপিকার ভূয়সী প্রশংসা করলেন আলিয়া ভট্ট, কঙ্গনা রানাওয়াত।
Congratulations to @EarthSpectrum, @guneetm and the entire team of ‘The Elephant Whisperers’ for this honour. Their work wonderfully highlights the importance of sustainable development and living in harmony with nature. #Oscars https://t.co/S3J9TbJ0OP
— Narendra Modi (@narendramodi) March 13, 2023