এক্সপ্লোর
Advertisement
পদ্মাবতী আগে দেখানো হোক মেবার রাজপরিবারকে, তাঁরা আপত্তি না করলে আন্দোলন তোলা হতে পারে, জানাল কার্ণি সেনা
জয়পুর: পদ্মাবতী নিয়ে অশান্তি শুরুর পর এই প্রথম যুদ্ধবিরতির ইঙ্গিত। রাজপুত কার্ণি সেনা জানাল, ছবিটি আগে দেখানো হোক মেবার রাজপরিবারকে। তাঁরা যদি ছবি দেখে আপত্তির কিছু না পান, তবে বিক্ষোভ আন্দোলন প্রত্যাহার করতে পারে তারা। এক টেলিভিশন চ্যানেলে কার্ণি সেনা নেতা কর্ণ সিংহ রাঠৌর এ কথা জানিয়েছেন।
রাজপুত রানি পদ্মিনী এই মেবার রাজবংশেরই সদস্য ছিলেন। আলাউদ্দিন খিলজির লালসা থেকে বাঁচতে চিতোরগড়ে জহরে আত্মাহুতি দেন তিনি। পদ্মাবতী ছবির বিরোধীদের সন্দেহ, ছবিতে ইতিহাস বিকৃতি ঘটেছে, সম্ভবত রানি পদ্মিনীর সঙ্গে আলাউদ্দিনের একটি স্বপ্নদৃশ্য দেখানো হয়েছে। যদিও পরিচালক সঞ্জয় লীলা বনশালী বারবার অস্বীকার করেছেন এই অভিযোগ।
অশান্তির জেরে পিছিয়ে দেওয়া হয়েছে পদ্মাবতীর মুক্তি। ছবিটি ১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল।
মেবার রাজপরিবারের বর্তমান কর্তা অরবিন্দ সিংহ মেবার জানিয়েছেন, এই বিতর্কে মধ্যস্থতা করতে তাঁর আপত্তি নেই।
এর আগে শনিবার রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানিকে অনুরোধ করেন, দরকারমত দৃশ্য বাদ দিয়ে তারপরেই যেন পদ্মাবতী মুক্তির কথা ভাবা হয়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
জেলার
Advertisement