Panchami at Holi:লাল আবিরে রাধা হলেন ছোটপর্দার পঞ্চমী, কৃষ্ণ কে?
Soumitrisha Kundu at Holi: আপাতত পঞ্চমী ধারাবাহিকের মুখ্যভূমিকায় অভিনয় করছেন সুস্মিতা । তাঁর বিপরীতে দেখা যাচ্ছে রাজদীপ গুপ্ত-কে । অনুরাগীদের মধ্যে বেশ জনপ্রিয় এই ধারাবাহিক ।
কলকাতা: বসন্তকাল। প্রেমের রঙ। দোলের দিনে প্রেমের রঙে বাঁধা পড়লেন ছোটপর্দার পঞ্চমী ওরফে সুস্মিতা দে (Sushmita Dey)। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সেই ছবি। প্রেমিক অনির্বাণ রায়ের (Anirban Roy)-এর সঙ্গেই এই বছর আবিরে রাঙা হয়েছেন সুস্মিতা। সোশ্যাল মিডিয়ায় নিজের প্রেম নিয়ে বেশ খোলামেলা সুস্মিতা আর অনির্বাণ দুজনেই ।
সোশ্যাল মিডিয়ায় একে অপরকে লাল আবির মাখানোর ছবি শেয়ার করে নিয়েছেন অনির্বাণ ও সুস্মিতা । লিখেছেন 'প্রেমের রঙ'। সঙ্গে জুড়ে দিয়েছেন রাধাকৃষ্ণ হ্যাশট্যাগ। এর আগেও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে অনির্বাণ ও সুস্মিতার ছবি । জন্মদিনটাও একসঙ্গে কাটিয়েছিলেন তাঁরা । অনির্বাণ রায় আর ছোটপর্দার 'অপরাজিতা অপু' ওরফে সুস্মিতার সম্পর্কের কথা কারও অজানা নয়। সুস্মিতার জন্মদিনের আগের দিন ছিল অনির্বাণের দাদার জন্মদিন। বিয়ের অনুষ্ঠানে আইভরি ও রুপোলি কাজের লেহঙ্গায় হাজির ছিলেন সুস্মিতা। মাথায় গোলাপ, খোলা চুলে সুন্দরী বার্থ ডে গার্ল। সেই বিয়ের অনুষ্ঠান শেষে সেখানেই পালন করা হয় সুস্মিতার জন্মদিন। মনের মানুষকে খুশি করতে সবরকম আয়োজন করেছিলেন অনির্বাণ। সুস্মিতার জন্য হাজির ছিল লাল সাদা বিশাল কেক। মঞ্চেই হাঁটু গেড়ে বসে সুস্মিতাকে ভালবাসা সমর্পণ অনির্বাণের। তাঁর হাতে উপহার হিসেবে তুলে দিলেন দামি ফোন । আর আইভরি লেহঙ্গায় লজ্জায় লাল সুস্মিতা, হাসি উপচে পড়ছে তাঁর । সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা উচ্ছ্বাসে ভেসেছিলেন সেই ছবি দেখে ।
আরও পড়ুন: Mithaai Exclusive: ছোটবেলার দোল শুরু হতো প্রভাতফেরিতে, বৃন্দাবনে হোলি না দেখার আফসোস সৌমিতৃষার
আপাতত পঞ্চমী (Panchami) ধারাবাহিকের মুখ্যভূমিকায় অভিনয় করছেন সুস্মিতা । তাঁর বিপরীতে দেখা যাচ্ছে রাজদীপ গুপ্ত (Rajdeep Gupta)-কে । অনুরাগীদের মধ্যে বেশ জনপ্রিয় এই ধারাবাহিক । সেখানকার বন্ধুদের সঙ্গেও হোলি খেলায় মেতেছেন অভিনেত্রীরা ।
View this post on Instagram