Panchayat Season 2: আসছে 'পঞ্চায়েত সিজন ২'? অভিনেতা চন্দন রায়ের পোস্টে তেমনই ইঙ্গিত
Panchayat Season 2: ২০২০-র এপ্রিলে 'পঞ্চায়েত সিজন ১' মুক্তি পায় অ্যামাজন প্রাইমে। প্রথম সিজনে মোট ৮টি পর্ব রয়েছে। এই সিজন 'ফিল্মফেয়ার ওটিটি' থেকে একাধিক পুরস্কার জিতেছে।
নয়াদিল্লি: 'পঞ্চায়েত' ('Panchayat') প্রেমীদের জন্য সুখবর আসতে চলেছে শীঘ্রই। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমের জনপ্রিয় ওয়েব সিরিজ 'পঞ্চায়েত' খবর শীঘ্রই দ্বিতীয় সিজন (Season 2) নিয়ে আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। রবিবার তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ওই ওয়েব সিরিজের বিভিন্ন মুহূর্ত নিয়ে তৈরি একটি ভিডিও পোস্ট করা হয়। তাতেই আরও জোরালো হচ্ছে দ্বিতীয় সিজন আসার সম্ভাবনা।
অভিনেতা চন্দন রায় (Chandan Roy), ওয়েব সিরিজে তিনি বিকাশ শুক্লর চরিত্রে অভিনয় করেছিলেন, তিনিও এদিন নিজের ফেসবুক পেজে (Facebook Page) ইউটিউব লিঙ্কটি (YouTube Link) শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, 'কারণ স্পষ্ট যে "পঞ্চায়েত সিজন ২" শীঘ্রই আসতে চলেছে।'
ভিডিওটিতে নায়ক জিতু ভাইয়ার (Jeetu Bhaiya) কিছু সেরা মুহূর্ত দেখানো হয়েছে। এই চরিত্রে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার (Jitendra Kumar)। অ্যামাজন প্রাইমের অফিসিয়াল পেজে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, 'আপনাদের সামনে উপস্থাপন করছি, জিতু ভাইয়ার কিছু মুহূর্ত নিয়ে একটি সংকলন যা আমরা ভুলতে পারি না। পঞ্চায়েতের পূর্ণ ড্রামা দেখুন, অভিনয়ে জিতু ভাইয়া ওরফে জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, বিশ্বপতি সরকার ও অন্যান্যরা। লিখেছেন চন্দন কুমার, পরিচালনায় দীপক কুমার মিশ্র।'
আরও পড়ুন: Runway 34 Trailer: মস্তিষ্কের খেলা খেলছেন অজয় দেবগন-অমিতাভ বচ্চন, প্রকাশ্যে 'রানওয়ে ৩৪' ছবির ট্রেলার
২০২০ সালের এপ্রিলে 'পঞ্চায়েত সিজন ১' মুক্তি পায় অ্যামাজন প্রাইমে। দর্শক প্রচণ্ড পরিমাণে এই ওয়েব সিরিজটিকে পছন্দ করেন। প্রথম সিজনে মোট ৮টি পর্ব রয়েছে। এই সিজন 'ফিল্মফেয়ার ওটিটি' থেকে একাধিক পুরস্কার জিতেছে। ২০২১ সালের 'সেরা কমেডি শো' পুরস্কার তাদের ঝুলিতে। জিতেন্দ্র কুমার পান 'সেরা অভিনেতা', নীনা গুপ্তা পান 'সেরা সহ অভিনেত্রী' পান, রঘুবীর যাদব 'সেরা সহ অভিনেতা'র পুরস্কার পান।
আরও পড়ুন: Sushmita Sen: দূরত্ব কি তবে ঘুচল? ফের একসঙ্গে ক্যামেরাবন্দি সুস্মিতা-রোহমান