Sanvikaa: মা-বাবার অমতেই এসেছিলেন মুম্বইতে, অভিনয় নয়, অন্য পেশায় কেরিয়ার শুরু করেছিলেন 'পঞ্চায়েত'-এর 'রিঙ্কি'
Panchayat Web Series: 'পঞ্চায়েত' সানভিকাকে রাতারাতি তারকা বানিয়ে দিয়েছে।

কলকাতা: সদ্য মুক্তি পেয়েছে 'পঞ্চায়েত'-এর নতুন সিজন। ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ভাল প্রতিক্রিয়া পেয়েছে 'পঞ্চায়েত সিজন ৪' । আর এই সিজনে আরও গভীর হয়েছে পিঙ্কি আর অভিষেক-এর রসায়ন। ইতিমধ্যেই সবাই জানেন, এই চরিত্রে অভিনয় করছেন সানভিকা (Sanvikaa) ও জিতেন্দ্র কুমার (Jitendra Kumar)। 'পঞ্চায়েত' রাতারাতি তারকা করে দিয়েছে সানভিকাকে। জব্বলপুরের মেয়ে সানভিকা কখনও কল্পনাও করেননি যে তিনি এই সিরিজে এমন গুরুত্বপূর্ণ চরিত্র পাবেন। অডিশন দিয়েই সুযোগ পান তিনি।
সানভিকার ভিডিও ভাইরাল
'পঞ্চায়েত' সানভিকাকে রাতারাতি তারকা বানিয়ে দিয়েছে। সম্প্রতি পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন সানভিকা। তাঁকে একটি রেস্তোরাঁর বাইরে দেখা যায়। সেই সময় তিনি পাপারাজ্জিদের পোজ দেন। তিনি হাত জোড় করে পাপারাজ্জিদের অভিবাদন জানান। সানভিকা পোজ দেওয়ার সময় বলেন, 'আমার কাছে এটা প্রথমবার, তাই একটু অদ্ভুত লাগছে।' এই সময় সানভিকাকে পার্পেল রঙের পালাজো এবং সাদা ও পার্পেল টিউব টপে দেখা যায়। তিনি মাঝখানে সিঁথি করা একটি হেয়ারস্টাইল করেছিলেন। এছাড়াও ছোট ইয়াররিংস পরেছিলেন। ভাইরাল হওয়া ভিডিওতে সানভিকার সারল্য দেখে মুগ্ধ হয়েছেন সবাই। সবাই বলছেন, বলিউডের চাকচিক্য এখনও ছুঁতে পারেনি সানভিকাকে। তার সারল্য এখনও রয়েছে।
View this post on Instagram
প্রসঙ্গত, সানভিকার আসল নাম পূজা সিংহ। তিনি মধ্যপ্রদেশের জব্বলপুরের বাসিন্দা। তিনি মুম্বইয়ে তাঁর কর্মজীবন শুরু করেন পোশাক সহকারী পরিচালক হিসেবে। এর সঙ্গে তিনি অভিনয়ের জন্য অডিশনও দেওয়া শুরু করেন। ১০ দিনের মধ্যেই তিনি একটি কমার্শিয়ালে অভিনয়ের সুযোগ পান। সানভিকার বড় সুযোগ ছিল পঞ্চায়েত। এই শো-এ তাঁকে রিঙ্কির চরিত্রে দেখা যায়। তিনি নীনা গুপ্তার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। তিনি 'প্ল্যান এ প্ল্যান বি'-তে ও অভিনয় করেছেন। সানভিকার বাবা মা চেয়েছিলেন, তিনি চাকরি করুন। কিন্তু সানভিকার ইচ্ছা ছিল বিনোদন দুনিয়ায় কাজ করা। বাবা মায়ের অমতেই তিনি মুম্বইতে আসেন ও নিজের কেরিয়ার শুরু করেন।
'পঞ্চায়েত' -এ সুযোগ পাওয়া নিয়ে, একটি সাক্ষাৎকারে সানভিকা বলেছিলেন, তিনি একনি বিজ্ঞাপনের অডিশন দিতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, TVF-এর অডিশন হচ্ছে। সেখানে গিয়ে তিনি রিঙ্কি-র চরিত্রের জন্য অডিশন দেন। তখন তিনি ঠিকভাবে এই চরিত্রের কথাও জানতেন না। তিনি ভেবেছিলেন, তিনি কখনোই সুযোগ পাবেন না। তবে অডিশন দেওয়ার পরে তাঁর কাছে ফোন আসে যে তিনি মনোনীত হয়েছেন।






















