![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Parambrata Upcoming Film: থ্রিলার ছবিতে জুটি বাঁধছেন অঙ্কুশ-শুভশ্রী, পরিচালকের আসনে পরমব্রত
আবারও পরিচালকের আসনে পরমব্রত চট্টোপাধ্যায়।
![Parambrata Upcoming Film: থ্রিলার ছবিতে জুটি বাঁধছেন অঙ্কুশ-শুভশ্রী, পরিচালকের আসনে পরমব্রত Parambrata Chatterjee back in director role, new film with Ankush and Subhashree to get release Parambrata Upcoming Film: থ্রিলার ছবিতে জুটি বাঁধছেন অঙ্কুশ-শুভশ্রী, পরিচালকের আসনে পরমব্রত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/06/c6a20761b3c189a90748fa5125ab81ca_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও ইতিমধ্য়েই হাতপাকিয়ে ফেলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সোনার পাহাড়, জিও কাকা,অভিযান, বনির একাধিক ছবি পরিচালনা করছেন টলি পাড়ার এই অভিনেতা। এবার অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী শুভশ্রীকে নিয়ে পরমব্রত হাত দিলেন তাঁর নতুন ছবির কাজে। ছবির নাম "অ্যান্টিডোট"।
"অ্যান্টিডোট" শব্দের বাংলা অর্থ 'প্রতিষেধক'। এই ছবির কনসেপ্ট ডিজাইন করেছেন অরিত্র সেন। পাশাপাশি এই ছবির প্রযোজক হিসাবে রয়েছেন রক্তিম চট্টোপাধ্যায়। ছবিতে এক অসহায় বাবার গল্প তুলে ধরা হয়েছে যে তার অসুখে আক্রান্ত ছেলের জন্য় প্রতিষেধক খুঁজতে ব্যস্ত। থ্রিলার ঘরানার এই ছবিতে উঠে আসতে চলেছে ছেলেকে বাঁচানোর তাগিদ, সঙ্গে পুলিশ, মাফিয়াদের জড়িয়ে নানান ধরণের প্লট ও সাব প্লট। পরিচালনার পাশাপাশি এই ছবিতে এই বিশেষ চরিত্রে অভিনয়ও করেছেন পরমব্রত।
প্রসঙ্গত সম্প্রতি একটি ডান্স রিয়ালিটি শো'তে বিচারকের আসনে দেখা গেছে অঙ্কুশ ও শুভশ্রীকে। এর আগে 'আমি শুধু চেয়েছি তোমায়' ছবিতে জুটি বেঁধে কাজ করেছেন অঙ্কুশ-শুভশ্রী।
ইদানীং সময়ে বেশ অন্য় ধরণের কিছু কাজ দর্শককে উপহার দিয়েছেন অঙ্কুশ ও শুভশ্রী দুজনেই। রাজা চন্দর পরিচালনায় অঙ্কুশের ম্য়াজিক সাড়া ফেলেছিল দর্শকের মধ্য়ে। পাশাপাশি রাজ চক্রবর্তীর পরিচালনায় পরিণীতা ছবিতে শুভশ্রীর অভিনয়ও প্রশংসিত হয়েছিল সিনেপ্রেমীদের মধ্য়ে।
পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালনায় 'বনি' ছবিটিও মুক্তি পেতে চলেছে বড়পর্দায়। সে ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে পরমব্রত ও কোয়েল মল্লিককে। অন্যদিকে, অঙ্কুশ-শুভশ্রী এর আগেও বড়পর্দায় জুটি বাঁধলেও এ ধরনের ছবিতে তাঁদের একসঙ্গে কখনও দেখেনি দর্শক।
ছবিতে কী কী নতুনত্ব থাকবে তা জানার জন্য় দর্শককে কিছুটা অপেক্ষা করতেই হবে, তবে গল্পের আবেগ মানুষের মন ছুঁয়ে যাবে বলে বিশ্বাস টিম "অ্যান্টিডোট"-এর।
আরও পড়ুন...
Hum Do Hamare Do Teaser: ফের ওটিটি প্ল্য়াটফর্মে বিগ রিলিজ, আসছে রাজকুমার-কৃতির 'হম দো হামারে দো'
Sohini Sarkar Video: সুজয় প্রসাদের লেখার মধ্যে দিয়ে মহালয়ায় মানবতার বার্তা সোহিনীর
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)