Paran Bandopadhyay Exclusive: ছোটবেলায় জানতামই না, জন্মদিন বলে বিশেষ কোনও দিন হয়: পরাণ বন্দ্যোপাধ্যায়
Paran Bandopadhyay Birthday Exclusive: পুজোর সময় আপাতত ছুটিতে রয়েছেন পরাণ। পুজোর ব্যস্ততা মিটলেই 'প্রধান' ছবির বাকি অংশের কাজ শুরু করবেন পরাণ
তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: গুগল থেকে শুরু করে তাঁর অনুরাগীরা.. সবাই জানে তাঁর জন্মদিন ১৮ অক্টোবর। অথচ এই প্রবীণ অভিনেতাকে সেই কথা বলতেই, স্বভাবোচিত ভঙ্গিতে ফিক করে হেসে ফেললেন তিনি নিজেই। গলায় খুনসুটি মিশিয়ে বললেন... 'আমি জন্মের সময় ক্যালেন্ডার দেখতে জানতাম নাকি ঘড়ি? কে বলে আমি ১৮ তারিখ জন্মেছি?' এবিপি লাইভ (ABP Live) শুনল এমন এক মানুষের জন্মদিনের গল্প, যাঁর মুখ থেকে হাসি কাড়তে পারেনি হাজার কঠিন পরিস্থিতিও। আজ.. চিরতরুণ পরাণ বন্দ্যোপাধ্যায়ের (Paran Banerjee)-র জন্মদিন।
মাত্র ৫ মাস বয়সে মাকে হারিয়েছিলেন, তারপরে পিসির কাছেই মানুষ। অন্যান্য ভাই-বোনেদের সঙ্গে চিরকাল পিসিকেই মা-বলে ডেকে এসেছেন পরাণ। শৈশব থেকেই সঙ্গী ছিল দারিদ্র। পরাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, 'ছোটবেলায় জন্মদিন! উরিব্বাবা। তখন তো জানতামই না জন্মদিন খায় না মাথায় দেয়। স্কুলে যখন ভর্তি হতে দেরি হয়ে গেল, দাদা বছর ৩ কমিয়ে এই দিনটাই জন্মদিন হিসেবে লিখে দিল। তারপর থেকে সেটাই চলছে। কিন্তু আমি তো জানি এতে জল রয়েছে। ছোটবেলায় জানতামই না আমার জন্ম হয়েছে।'
ধীরে ধীরে সময় বদলেছে, মানুষের ভালবাসা পেয়েছেন অভিনেতা। তাঁর দক্ষতায় ভর করে, জিতে নিয়েছেন মানুষের মন। এখন তাঁর জন্মদিনে, অনুরাগীরা, ভালবাসার মানুষেরা, দলের ছেলেরা আসে বাড়িতে। পরাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, 'এখন আমার বাড়িতে দলের ছেলেরা আসে। কেক কাটা হয়। আমি বলি, এত বয়স্ক মানুষের আবার জন্মদিন। কখনোই জন্মদিন তেমনভাবে পালিত হয়নি আমার। তবে প্রতিবাদ করি না.. সবাই তো ভালবেসেই আসে। কেন জন্মদিন পালন করব না যদি পাল্টা প্রশ্ন আসে, সেই উত্তর আমার কাছে নেই। ওই দিনটাই সবাই আমার জন্মদিন ধরে নিয়েছে। নিক। মানুষের ভালবাসাটাই তো আসল।'
পুজোর সময় আপাতত ছুটিতে রয়েছেন পরাণ। পুজোর ব্যস্ততা মিটলেই 'প্রধান' (Prodhan) ছবির বাকি অংশের কাজ শুরু করবেন পরাণ। হাতে রয়েছে একাধিক অন্যান্য ছবির কাজও। তবে বয়সের কারণে এখন বাইরে গিয়ে শ্যুটিং করতে চান না অভিনেতা। অন্যদিকে, পুজোর সময় নিজের বাড়িতেই সময় কাটাতে পছন্দ করেন পরাণ বন্দ্যোপাধ্যায়। এমনকি নতুন পোশাক পরাও তাঁর পছন্দ নয়। ছোটবেলার একটি স্মৃতি তাড়া করে বেড়ায় পরাণকে। আর তাই, এখনও পুজোর উদযাপনে সামিল থাকেন না প্রবীণ এই অভিনেতা।
আরও পড়ুন: Paran Banerjee Exclusive: তাড়া করে বেড়ায় কৈশোরের স্মৃতি, পুজোয় আজও নতুন পোশাক পরতে পারেন না পরাণ!