Parineeti Chopra: বিয়ের পরে মধুচন্দ্রিমা নয়, 'গার্লস ট্রিপ'-এ মলদ্বীপ গেলেন পরিণীতি
Parineeti Chopra on Social Media: অভিনেত্রী প্রথমে সোশ্যাল মিডিয়ায় একটি ছুটি কাটানোর ছবি শেয়ার করে নিয়েছিলেন। সেখানে কেবল দেখা গিয়েছিল নীল সমুদ্র ও পরিণীতির হাতের চূড়া
মুম্বই: বিয়ের পরে মধুচন্দ্রিমায় নয়, বরং 'গার্লস গ্যাং' (Grils Gang) -এর সঙ্গে বিদেশ সফরে পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন নায়িকা। মলদ্বীপে সময় কাটাচ্ছেন তিনি, সঙ্গী রাঘব চড্ডা (Raghav Chaddha) নন... বরং বিয়ের চূড়া!
বিয়ের পরে কাজে ফিরেছেন পরিণীতি, তবে নিয়ম মেনে বজায় রেখেছেন সিঁদুর ও চূড়া পরা। বিভিন্ন পরিবারে বিভিন্ন নিয়ম থাকে এই চূড়া পরা নিয়ে। এটিকে শুভ বলে মনে করা হয়। সেই প্রথা মেনেই, মার্জার সরণী থেকে শুরু করে মলদ্বীপ ভ্রমণ, পরিণীতির সঙ্গী তাঁর বিয়ের গোলাপি সেই চূড়া। তাঁর কপালে রয়েছে সিঁদুরও। এর আগে, বিভিন্ন জায়গায়, বিমান বন্দরেও সিঁদুর দেখা গিয়েছিল পরিণীতির।
অভিনেত্রী প্রথমে সোশ্যাল মিডিয়ায় একটি ছুটি কাটানোর ছবি শেয়ার করে নিয়েছিলেন। সেখানে কেবল দেখা গিয়েছিল নীল সমুদ্র ও পরিণীতির হাতের চূড়া। সেখানে পরিণীতি লিখেছিলেন, তিনি হানিমুনে যাননি। এরপরে সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করে নিয়েছেন পরিণীতি। কালো স্নান পোশাকে স্যুইমিং পুলে দেখা গেল তাঁকে। ভিজে চুল, সেখানেও তাঁর সঙ্গী চূড়া। ক্যাপশনে পরিণীতি লিখেছেন, 'মধুচন্দ্রিমা নয়। ছবিটি আমার ননদ তুলেছে।' সুতরাং বোঝাই যাচ্ছে, কেবল বন্ধুরা নয়, পরিণীতির সঙ্গী হয়েছেন তাঁর শ্বশুরবাড়ির পরিবারের মানুষেরাও।
২৪ সেপ্টেম্বর ৭ পাকে বাঁধা পড়েন রাঘব-পরিণীতি। পরিণীতি চোপড়া (Parineeti Chopra) অভিনয়ের পাশাপাশি যে একজন দুর্দান্ত গায়িকাও, একথা অজানা নয় কারোও। নেহাত সখের নয়, পরিণীতি বড়পর্দাতেও প্লেব্যাক করেছেন। তাঁর গলায় 'কেশরী' (Keshri) ছবির 'তেরি মিট্টি' (Teri Mitti) হোক বা 'মেরি পেয়ারি বিন্দু' (Meri Peyaari Bindu) ছবির 'মানা কি হাম ইয়ার নেহি'... দর্শক মজেছেন সুরের যাদুতে। এহেন পরিণীতি যখন মনের মানুষকে নিজের করে পেলেন, তখন তাঁর জন্য কোনও সুর বাঁধবেন না তাও কি হয়?
বিশেষ করে স্বামী রাঘব চড্ডার (Raghav Chaddha)-র জন্য একটি গান বেঁধেছিলেন পরিণীতি। ২৪ তারিখ, রাঘব পরিণীতির বিয়ের দিন উদয়পুরের লীলা প্যালেসে বাজানো হয়েছিল সেই গান। এই গোটা বিষয়টাই একটা চমক ছিল রাঘবের জন্য। তাঁকে বিশেষ অনুভূতি দিতেই পরিণীতি এই গানটি বেঁধেছিলেন। 'ও পিয়া' গানে ছিল প্রেমের কথা, ছিল প্রিয় মানুষকে নিজের করে পেয়ে যাওয়ার বার্তা। গানটি ইতিমধ্যেই রয়েছে ইউটিউবে। সেই গানের কভার হিসেবে ব্যবহার করা হয়েছে রাঘব ও পরিণীতির বিয়ের ছবি।
View this post on Instagram
আরও পড়ুন: Saif-Kareena Anniversary: বিয়ের আগে শুনেছিলেন সতর্কবার্তা, ১১ বছর পেরল সেফ-করিনার সংসার