Parineeti Raghav Engagement: 'যা পড়েছি, দেখেছি, মন ছুঁয়ে গেছে', বাগদানের পর 'ভালবাসা' জানিয়ে বার্তা পরিণীতির
Parineeti Social Post on Raghav Parineeti Engagement: বাগদানের পর 'ধন্যবাদ' জানিয়ে পরিণীতির 'ভালবাসা'য় ভরা চিঠি সোশ্যালে পোস্ট পরিণীতি চোপড়ার।

মুম্বই: বাগদানের পর (Raghav Parineeti Engagement) ধন্যবাদ জানিয়ে সোশ্যালে পোস্ট পরিণীতি চোপড়ার। প্রিয়াঙ্কার বোন পরিণীতি চোপড়া জানিয়েছেন তাঁর এবং আম আদমি পার্টির সদস্য রাঘব চড্ডার বাগদান ঘিরে গতকয়েক সপ্তাহে ভালবাসা এবং পজিটিভিটি নিয়ে ইন্সটায় মন খুললেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)।
View this post on Instagram
একটি ফ্লোরাল গ্রাফিক্স দেওয়া চিঠিতে অত্যন্ত যত্নের সঙ্গে তিনি জানিয়েছেন, আমি এবং রাঘব পুরোপুরি একটা অন্য দুনিয়া থেকে এসেছি। অর্থাৎ আমাদের জগতটা সম্পূর্ণ ভিন্ন। তবে বাগদানের পর বৃহত্তর পরিবারে পরিণত হওয়ার খুবই আনন্দিত অভিনেত্রী। গতকয়েকদিনে আমরা যা দেখেছি, যা পড়েছি, তা আমাদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। ধন্যবাদ বললেও কম বলা হবে বলে মন খোলেন এবার পরিণীতি চোপড়া। তবে খোলা চিঠির শেষটায় সাংবাদিক বন্ধুদের উপস্থিতিকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।
বিনোদন থেকে শুরু করে রাজনীতির জগত, সমস্ত অনুরাগীরাই এখন ওয়াকিবহাল তাঁদের প্রেম নিয়ে। আম আদমি পার্টির বয়সে সবচেয়ে ছোট সাংসদ রাঘব। অন্যদিকে পরিণীতি বলিউড অভিনেত্রী, প্রিয়ঙ্কা চোপড়ার বোন। রাঘব ও পরিণীতির প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল, প্রথম মুম্বইয়ের এক রেস্তোরাঁয় একসঙ্গে ক্যামেরাবন্দি হওয়ার পরে। যদিও তখনি সম্পর্ক নিয়ে মুখ খুলতে চাননি এই দুই তারকা।
তবে জানা গিয়েছিল, রাঘব ও পরিণীতি দীর্ঘদিনের বন্ধুত্ব। আর এর পরেই বার বার সামনে এসেছে বিভিন্ন ঘটনা। কখনও পরিণীতি পাড়ি দিয়েছেন দিল্লি আর তাঁকে নিতে বিমানবন্দরে উপস্থিত থেকেছেন রাঘব। কখনও আবার রাঘব আর পরিণীতি একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন মায়ানগরীতে অথবা খেলা দেখার সময়, স্টেডিয়ামে।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে আগেই খবর এসেছিল, আংটিবদলের দিন পাকা করে ফেলেছেন চড্ডা ও চোপড়া পরিবার। সেই মতোই ১৩ মে, দিল্লিতে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও দুই পরিবারের উপস্থিতিতে আংটিবদল সারেন তাঁরা। ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন পরিণীতি। লাল পোশাকে বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন সেদিন তিনি। পাশে অবশ্যই ছিলেন রাঘবও।
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ?
আর সেখানেই পাপারাৎজিরা তাঁদের প্রশ্ন করে বসেছিলেন, 'বিয়েতে আমাদের আমন্ত্রণ থাকছে তো?' অনেকে আবার তাঁদের শুভেচ্ছাও জানিয়েছেন। তবে এই সমস্ত প্রশ্নের উত্তরে এখনও মুখে হাসি রাঘব-পরিণীতির। কেবল হাসিই ফিরিয়ে দিয়েছেন এই দুই তারকা। দলীয় সূত্রে তাঁদের আংটিবদলের যে দিন প্রকাশ্যে এসেছে, সেদিনই মিলবে উত্তর।






















