Parno Mitra: সবুজ রঙের পার্নো, শি হাল্কের সঙ্গে তুলনা করে চূড়ান্ত ট্রোলিং নায়িকাকে নিয়ে
Bhog Poster: পার্নোর যে লুক প্রকাশ পেয়েছে, সেখানে দেখা যাচ্ছে, তাঁর গায়ের রঙ সম্পূর্ণ সবুজ। আর সেই কারণেই পার্নোর সঙ্গে নেটিজেনরা তুলনা করেছেন 'শি-হাল্ক'-এর

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় সদ্য মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) পরিচালিত নতুন ওয়েব সিরিজ, 'ভোগ'। গল্প হিসেবে এটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। আর এবার ওয়েব সিরিজেই পর্দায় দেখা যাবে রোমহর্ষক এই গল্প। সদ্য মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজের পোস্টার। মুখ্যভূমিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya) ও পার্ণো মিত্র (Parno Mitra)। তাঁদের দুজনকে নিয়েই মুক্তি পেয়েছে এই ছবির পোস্টার। তবে সেখানে পার্নোর লুক নিয়ে শুরু হয়েছে চর্চা।
পার্নোর যে লুক প্রকাশ পেয়েছে, সেখানে দেখা যাচ্ছে, তাঁর গায়ের রঙ সম্পূর্ণ সবুজ। আর সেই কারণেই পার্নোর সঙ্গে নেটিজেনরা তুলনা করেছেন 'শি-হাল্ক'-এর। হলিউড সিনেমা অনুযায়ী, এই চরিত্রেরও গায়ের রঙ সবুজ। অন্যদিকে বাদ যাননি অনির্বান ভট্টাচার্য্যও। তাঁকেও মার্ভেলের ‘ডক্টর স্ট্রেঞ্জ’-এর সঙ্গে তুলনা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন 'শি-হাল্ক' ও ‘ডক্টর স্ট্রেঞ্জ’। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই মন্তব্য। এখানেই শেষ নয়, সানডে সাসপেন্সের দৌলতে ইতিমধ্যেই অনেকে এই গল্প শুনে ফেলেছেন। সেই কারণেই গল্প সবার জানা। সেই কারণেই গল্পের এক পাঠক লিখেছেন, ‘ডামরি কখন এই রূপ নিল! আর দেবী মাতঙ্গী তো গল্পে একবারও দর্শন দেয়নি...।’ শুধু তাই নয়, পার্নোর কাস্টিং নিয়েও অনেকে অনেক রকম মন্তব্য করেছেন। অনেকে বলেছেন, এই চরিত্রের জন্য সোহিনী সরকারকে দরকার ছিল। অনেকে আবার লিখেছেন, পাওলি দামকে দরকার ছিল। তবে দর্শকেরা দেখার জন্য উৎগ্রীব যে, পরমব্রত পার্নো আর অনির্বাণকে নিয়ে কী গল্প বুনেছেন।
অন্যদিকে, একগুচ্ছ নতুন সিনেমার ঘোষণা করেছে এসভিএফ (SVF)। আর সেখানেই রয়েছে একগুচ্ছ চমক। 'গল্পের পার্বণ ১৪৩২' -উৎসবে ঘোষণা করে হয়েছে SVF প্রযোজনা সংস্থার একগুচ্ছ নতুন কাজের। এর মধ্যে কিছুর কথা ইতিমধ্যেই মানুষ জানেন। কিন্তু কিছু ছবি এক্কেবারে চমক। আর সেই চমকের মধ্যে অন্যতম হল, 'চোর পুলিশ ডাকাত বাবু'। নতুন এই ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। এছাড়াও এই ছবিতে রয়েছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattcharyya)। আবিরের সঙ্গে শুভশ্রী আগেও জুটি বেঁধে কাজ করেছেন। তবে অনির্বাণের সঙ্গে এই প্রথম কাজ করবেন শুভশ্রী। ছবির পোস্টার দেখেই বোঝা যাচ্ছে, এই ছবি মজার মোড়কে নতুন একটা গল্প বলবে।
View this post on Instagram
আরও পড়ুন: Anupam-Piya: একই অনুষ্ঠানে অনুপম, পরমব্রতর সঙ্গে এলেন অন্তঃসত্ত্বা পিয়া! দেখা হল দুজনের?






















