Parvin Dabas Accident: ভয়ঙ্কর পথ দুর্ঘটনার শিকার 'খোসলা কা ঘোসলা' অভিনেতা পরভিন দাবাস, ভর্তি ICU-তে
Parvin Dabas: ভারতের আর্ম রেসলিং লিগ 'প্রো পাঞ্জা লিগ'-এর সহ-প্রতিষ্ঠানা পরভিন। তাদের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। কী বলা হচ্ছে সেখানে?
মুম্বই: ভয়ঙ্কর পথ দুর্ঘটনার (Road Accident) শিকার অভিনেতা ও পরিচালক পরভিন দাবাস (Parvin Dabas)। মুম্বইয়ের বান্দ্রার হাসপাতালে আইসিইউ-তে (ICU) ভর্তি তিনি। শনিবার সকালেই অঘটন ঘটে। সূত্রের খবর, 'চিকিৎসকেরা ইতিমধ্যেই সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করে নিয়েছেন, এবং তাঁর স্ত্রী, অভিনেত্রী প্রীতি ঝাঙ্গিয়ানি (Preeti Jhangiani) হাসপাতালে সর্বক্ষণ রয়েছেন তাঁর পাশে।'
পথ দুর্ঘটনার শিকার, ICU-তে ভর্তি অভিনেতা পরভিন দাবাস
ভারতের আর্ম রেসলিং লিগ 'প্রো পাঞ্জা লিগ'-এর সহ-প্রতিষ্ঠানা পরভিন। তাদের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে, 'আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে 'প্রো পাঞ্জা লিগ'-এর সহ-প্রতিষ্ঠাতা পরভিন দাবাস শনিবার সকালে একটি দুর্ভাগ্যজনক গাড়ি দুর্ঘটনার পরে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বান্দ্রার হোলি ফ্যামিলি হাসপাতালের ICU-তে রয়েছেন। ঘটনার বিস্তারিত তথ্য এখনও আসছে, কিন্তু আমরা নিশ্চিত করতে পারি যে শ্রী দাবাস আপাতত চিকিৎসাধীন রয়েছেন। এই কঠিন সময়ে পরভিন ও তাঁর পরিবারের সঙ্গে আমাদের প্রার্থনা রয়েছে। 'প্রো পাঞ্জা লিগ'-এর তরফে পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছে এবং প্রয়োজন মতো তথ্য পরিবেশন করা হবে। আমরা মিস্টার দাবাস ও তাঁর প্রিয়জনেদের জন্য গোপনীয়তার অনুরোধ করছি। পরভিন খুব দ্রুত ও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন।'
View this post on Instagram
আরও পড়ুন: Kangana Ranaut: কৃষক আন্দোলন প্রসঙ্গে 'উস্কানিমূলক' মন্তব্য, কঙ্গনা রানাউতকে তলব আদালতের
সমালোচকদের দ্বারা প্রশংসিত কমেডি ঘরানার 'খোসলা কা ঘোসলা' (Khosla Ka Ghosla) ছবিতে অভিনয় করেন পরভিন দাবাস। এছাড়া তাঁকে 'রাগিনি এমএমএস ২', 'মাই নেম ইজ খান' (My Name Is Khan) ও সম্প্রতি প্রাইম ভিডিও সিরিজ 'মেড ইন হেভন'-এও (Made In Heaven) দেখা গিয়েছে। 'মহব্বতেঁ' খ্যাত অভিনেত্রী প্রীতি ঝাঙ্গিয়ানিকে বিয়ে করেন পরভিন, তাঁদের দুই সন্তান রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।