এক্সপ্লোর
রণথম্ভোরে জঙ্গল সাফারি করে শর্মিলার ৭৫তম জন্মদিন সেলিব্রেট করল পতৌদি পরিবার
দিনকয়েক পতৌদি প্যালেসে কাটিয়ে জন্মদিন পালন করতে রাজস্থান গিয়েছিল পতৌদি পরিবার।

রণথম্ভোর: গতকাল ৭৫-এ পা দিয়েছেন শর্মিলা ঠাকুর। পতৌদি প্যালেসে হয়ে গেল জন্মদিনের উৎসব, যোগ দেন সেফ আলি খান, সোহা আলি খান, করিনা কপূর ও কুণাল খেমু। ছিল তৈমুর আর ইনায়াও। দিনকয়েক পতৌদি প্যালেসে কাটিয়ে জন্মদিন পালন করতে রাজস্থান যায় পতৌদি পরিবার। তার আগে পতৌদি প্যালেসে শর্মিলার সঙ্গে তাঁর ছোট মেয়ে সোহা ও জামাতা কুণাল। সঙ্গে ছোট্ট ইনায়া।
এবার দেখুন সেফ, করিনার সঙ্গে শর্মিলার রণথম্ভোরে জঙ্গল সাফারির ছবি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















