Pathaan: প্রথম গান 'বেশরম রং' মুক্তির আগেই পোস্টারে উত্তেজনা বাড়াচ্ছে 'পাঠান'
Besharam Rang: আর প্রথম গান মুক্তির আগে পোস্টারেই উত্তেজনা বাড়াচ্ছে এই ছবি।

মুম্বই: 'পাঠান' (Pathaan) মুক্তি পাবে আগামী বছর জানুয়ারিতে। তার আগে ১২ ডিসেম্বর সামনে আসবে এই ছবির প্রথম গান 'বেশরম রং' (Besharam Rang)। আর প্রথম গান মুক্তির আগে পোস্টারেই উত্তেজনা বাড়াচ্ছে এই ছবি।
'পাঠান'-এর নতুন পোস্টার-
এদিন নেট দুনিয়ায় পোস্ট করা হয়েছে 'পাঠান' ছবির নতুন পোস্টার। প্রথম গান মুক্তি পাবে আগামী ১২ ডিসেম্বর। তার আগে নতুন পোস্টারে উত্তাপ বাড়ালেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। হলুদ রঙের স্যুইমওয়্যারে নেট দুনিয়ায় ঝড় তুলেছেন তিনি।
আরও পড়ুন - Web Series: বিভিন্ন পেশার মহিলাকে খুন, শরীরের কাটা অঙ্গ আর একটা করে ধাঁধা!
প্রসঙ্গত, দীর্ঘ বিরতি কাটিয়ে 'পাঠান' ছবি দিয়ে পর্দায় ফিরছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল 'জিরো' ছবিতে। 'পাঠান' ছবিটি মুক্তি পাবে আগামী ২৫ জানুয়ারি। এই ছবিতে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ছাড়াও দেখা যাবে জন আব্রাহামকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
